উইকিপিডিয়া বর্তমানে শিক্ষার্থীদের এক অন্য জ্ঞানের জগতের নাম। এটির মাধ্যমে একজন শিক্ষার্থী অতি সহজেই তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিজের কাজে লাগাতে পারে। এটি যে আমাদের জ্ঞানের জগৎকেই শুধু বিস্তৃতি করেলে তা নয় সাথে সাথে আমাদের জানার পথ সহজ করে দিয়েছে। এখন চাইলেই একজন শিক্ষার্থী তার টেবিলে বসে থেকে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। আবার অনেক কৌতহূলী শিক্ষার্থী আছে যারা বিভিন্ন দার্শনিক জায়গার সম্বন্ধে জানতে চায়। তারা কিন্তু সহজেই উইকিপিডিয়ার মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করে নিতে পারছে। আবার অনেক শিক্ষার্থীি আছে যারা বই পড়তে ভালোবাসে। তারা সহজেই এখন এর মাধ্যমে বই পড়তে পাড়ছে। আবার অনেকে বিজ্ঞানীর জীবন কাহিনী সম্পর্কে জানতে পাড়ছে। এভাবে উইকিপিডিয়া শিশুদের জানার পথ সহজ করে দিয়েছে। সুতরাং উইকি শিশুদের ভালোবাসে।