— উইকিপিডিয়ান —
উইকিপিডিয়ান
মামুন মেহেদী
নামমামুন মেহেদী
জন্ম১৩ই নভেম্বর, ১৯৯৫
বগুড়া, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানবগুড়া, বাংলাদেশ
ভাষাবাংলা, ইংরেজি
উচ্চতা৫ ফিট ৯ ইঞ্চি
ওজন৭০ কেজি
রক্তের ধরনও পজিটিভ
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাফ্লাইং অফিসার
নিয়োগকর্তাবাংলাদেশ বিমান বাহিনী
উচ্চ বিদ্যালয়ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, শেরপুর, বগুড়া
কলেজসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
বিশ্ববিদ্যালয়হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখসৃজনশীল লেখা, বইপড়া
ধর্মইসলাম
যোগাযোগের তথ্য
ওয়েবসাইটhttps://forbetterview.blogspot.com
ইমেইলmehedee.ce@gmail.com
ফেসবুকweb.facebook.com/mamunmehedee
ইন্সটাগ্রামinstagram.com/mamunmehedee
লিঙ্কডইনlinkedin.com/in/mamunmehedee
টুইটারtwitter.com/mamunmehedee

আমি মামুন মেহেদী, একজন অনুবাদক, প্রযুক্তি ব্লগার ও সিভিল ইঞ্জিনিয়ার। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য যুক্ত হয়েছি বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সাথে। বিশ্বে একমাত্র আমরাই ভাষার জন্য আমরা লড়াই করেছি। তাই, এই ভাষাকে যত্ন করার দায়িত্ব আমাদেরই। কালের বিবর্তনে প্রতিটি ভাষারই পরিবর্তন ঘটে। তাই, সেই ভাষার মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারি। তাই আসুন, প্রত্যেকে নিজ নিজ স্থানে থেকে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কাজ করে যাই। আসুন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করি।

আমার অনুবাদসমূহ সম্পাদনা

নিবন্ধ সম্প্রসারণ ও হালনাগাদ সম্পাদনা