~*~মন খারাপ~*~

অন্তর মাঝে বিষাক্ত কালো ধোয়া

অদৃশ্য আত্মার সাথে অবাধ অবহেলা,

ছুয়ে চলে যাই উপেক্ষার গগনে

কি মধুর সুর বাজে দুই কানেতে।

সর্বোচ্চ শক্তি দিয়ে বানিয়েছ যে মহল

সেই মহলে তোমার বসবাস নাই

আছে তোমার আত্মীয়-স্বজন।

শত যুদ্ধ কষ্টের মাঝে সূর্য ডোবার পরে

নিথর দেহটা পড়ে থাকে ছোট্ট ওই ঘরে,

কখনো সময় পেলে ভেবে একলা করে

কে তোমার এই জগতে বেশি ভালোবাসে।

শূন্য হাতে এসেছিলে আবার শূন্য হাতে যাবা

শূন্য হাতে যাবে না থাকা খারাপ মনে একা।