Koniiica
— উইকিপিডিয়ান  —
রাজশাহীর নারী উইকিপিডিয়ানদের সাথে আমি। (বাম থেকে দ্বিতীয়)
রাজশাহীর নারী উইকিপিডিয়ানদের সাথে আমি।
(বাম থেকে দ্বিতীয়)
নামকামরুন্নাহার কণিকা
জন্মকণিকা
জোতবানী, বিরামপুর, দিনাজপুর
জাতীয়তাবাংলাদেশী
পরিবার এবং বন্ধু-বান্ধব
সহোদরমাহফুজুর রহমান
শিক্ষা এবং কর্মসংস্থান
কলেজরাজশাহী সরকারি মহিলা কলেজ
বিশ্ববিদ্যালয়রাজশাহী কলেজ (বিএসসি, এমএসসি)
ব্যবহারকারী বাক্স

আমি কণিকা। রাজশাহী কলেজ এর একজন উইকিপিডিয়ান। প্রাণিবিদ্যা বিভাগ থেকে সম্প্রতি স্নাতক কোর্স শেষ করেছি। বর্তমানে কীটতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছি রাজশাহী কলেজে।

আমি দিনাজপুর এর অন্যতম উপজেলা বিরামপুর এ বড় হয়েছি। সেই সূত্রে আমি দিনাজপুর এর ঐতিহ্য এবং গুরুত্বপূর্ন স্থানসমূহ নিয়ে উইকিপিডিয়াতে কাজ করতে চাই। আর যেহেতু পড়াশোনা করেছি রাজশাহীতে এবং বর্তমানে রাজশাহীতে অবস্থান করছি সেহেতু রাজশাহী উইকিপিডিয়া কমিউনিটির সাথে বিভিন্ন অফলািইন কার্যক্রম এ স্বেচ্ছায় অংশগ্রহন করি।

আমার তৈরি মৌলিক নিবন্ধ সম্পাদনা

আমি মূলত আমার এলাকার বিভিন্ন স্থান নিয়ে নিবন্ধ তৈরিতে আগ্রহী-

  1. পাগলা দেওয়ান বধ্যভূমি
  2. রখুনি কান্ত জমিদার বাড়ি

আরো কিছু নিবন্ধ সম্পাদনা

আরো কিছু নিবন্ধ এর তালিকা যা করতে চাই।