১.পরিচিতি :

KBKHS Alumni Association একটি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন টি ২০১৪ সালে প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু এখনো বাস্তব রূপদান হয় নাই।তবে খুব দ্রুত এর বাস্তব রূপদান লাভ করবে।

২.অবস্থান: মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের মেদিপাথর কাটা গ্রামে অবস্থিত।

৩.সদস্য : খান বাহাদুর কবির খান উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে,তারাই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য।

৪. গঠনতন্ত্র:

৫. স্কুলের প্রতিষ্ঠাতা: বেগম সাবেরা খাতুন

৬. বর্তমান কার্যক্রম : রমজান মাস উপলক্ষে একটি ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে,যা আগামী ২১ এপ্রিল, ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হবে।