ছন্দে ছন্দে, ARTICLE


A/AN/THE এগুলো আবার কী?

এই তিনটিকে আমরা Article বলি।

Singular Countable হলে ; হয় A/AN

Uncountable- এ হয় না কোনো Article।

Uncountable - কে গুনতে পার কি


তাহলে এর আগে Article ব্যবহারের দরকারটা কী?

তবুুও কখন THE হয়, একটু সাবধান থাকতে হয়।

নির্দিষ্ট করে বোঝাতেTHE হয়,এটুুুুকু না-বুঝলে কি হয়!

A হবে না AN হবে, থাকবেনা কোনো Tension

যদি জানি ঐ শব্দের উচ্চারণ।

Consonant- এ A হয়; Vowel হলে AN ।

সঠিকভাবে ব্যবহার করলেTeacher,Full নাম্বার দেন।

U যদি "ইউ" হয়, A ব্যবহার করতে হয়।

U যদি "আ" হয়, A দিলে ভুুল হয়।

তাহলে বলতো "আ" হলে কী হয়?

পারব না কেন? অবশ্যই AN হয়।

যদি বুঝOne & Only;THEব্যবহার করোConfidently

আজ শিখেছি THE এর ব্যবহার Carefully।

পাহাড়,পর্বত,নদীর পূূূূর্বে হয় THE

তাহলে এভাবে মুুুখস্ত করার প্রয়োজন আছে কি?

যদি কোনো দেশের নামের সাথে যুুক্ত থাকে S

THE ব্যবহার করলে হবে বেশ বেশ !!

Sudan(একটি দেশের নাম অর্থাৎ The Sudan)-এর

শেষে নাই কোনো S

THE ব্যবহার না- করলে তবু হবে সব শেষ।

তারপরও কিছু কিছু মূূখস্ত করতে হয়

নইলে তুমি কীভাবে করবে Article কে জয়

The ছাড়া হয় না Superlative

নইলে তুুুমি কীভাবে করবে Article-কে জয় !

The ছাড়া হয় না Superlative

মনে রেখো, দুুইটি ক্ষেত্রে The কে নেয়Comparative

অনির্দিষ্ট বোঝাতে(Indefinite)- এ A/AN

নির্দিষ্ট হলে (Ddfinite)- এ The (দা/দি)

হা হা হা... হি হি হি ...

এই কবিতাটি পড়ে Article মনে রেখেছি।


( উৎসঃ মোঃ তানভীরুল হক)