সুন্দরবনের পাশ দিয়ে প্রবহমান ছিলো মিনহাজ নদীঃ এশিয়া মহাদেশের অন্যতম একটি ম্যানগ্রোভবন সুন্দরবন। আর দক্ষিণ বাংলার অন্যতম একটি বিভাগ এবং জেলা। খুলনা জেলার অতি পরিচিত এবং পুরাতন ও প্রথম পৌরসভার নাম প্রস্তাবিত সুন্দরবন জেলা বা পাইকগাছা উপজেলা। যার গা ঘেষে স্থাপনা হিসেবে গড়ে উঠেছিল কৌতুহল নামক একটি শব্দ 'বাসাখালী' গ্রাম। এ নামটি যে কেউ শোনামাত্র খালী বাসা অথবা বাসাখালী শব্দটা নিয়ে হাস্যকর মুখে আমার জন্মের স্থানটাকে লিপিবদ্ধ শুরু করেন। আমি ও কল্পনা প্রসূত হয়ে ভাবতে থাকি কেন শব্দটা এত আশ্চর্যান্বিত! কালের আবর্তনে সময়ের পরিবর্তনে খুঁজতে থাকি তার আসল ইতিহাস এবং ঐতিহ্যের ইতি কথা--------