ব্যবহারকারী:Ferdous/আসিম রিয়াজ

আসিম রিয়াজ চৌধুরী
জন্ম
আসিম রিয়াজ চৌধুরী

(1993-07-13) ১৩ জুলাই ১৯৯৩ (বয়স ৩০)
জম্মু-কাশ্মীর
অন্যান্য নামআসিম
মাতৃশিক্ষায়তনদিল্লী পাবলিক স্কুল, জম্মু-কাশ্মীর
পেশা
পরিচিতির কারণবিগ বস ১৩
আদি নিবাসজম্মু-কাশ্মীর, ভারত
উচ্চতা১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
পিতা-মাতা
  • রিয়াজ আহমেদ চৌধুরী (পিতা)
পরিবারউমর রিয়াজ (ভাই,,
হিমানশী খুরানা (প্রণয়িনী )

আসিম রিয়াজ হলেন একজন ভারতীয় অভিনেতা, মডেল। ২০১৯ সালে, তিনি কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১৩-এ অংশগ্রহণ করেছেন। আসিম রিয়াজ বিগবস ১৩ এ একমাত্র অপরিচিত মুখ ছিলেন যিনি সময়ের সাথে সাথে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এবং ছয়জনের একজন হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছাতে সক্ষম হন।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আসিম রিয়াজ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে। তিনি সেখানেই বেড়ে ওঠেন এবং স্থানীয় দিল্লি পাবলিক স্কুল, জম্মুতে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মুম্বাইয়ে চলে আসেন।

আসিমের বড় ভাই উমর রিয়াজ একজন ডাক্তার।

কর্মজীবন সম্পাদনা

মডেলিং সম্পাদনা

আসিম ১৮ বছর বয়সে মুম্বাইয়ে মডেলিং শুরু করেন। আসিম বিভিন্ন আন্তর্জাতিক পন্যের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। মডেলিং এর সুবাদে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন।তাছাড়া একসময় তিনি একজন কুস্তিবিদ ছিলেন।তিনি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সময়ে কুস্তি পেশায় যুক্ত ছিলেন ।

চলচ্চিত্র সম্পাদনা

তাকে ২০১৪ সালে ম্যায় তেরা হিরো নামক একটি হিন্দী চলচ্চিত্রে কলেজের বখাটে চরিত্রে অভিনয় করতে দেখা যায় ।

টেলিভিশন সম্পাদনা

বিগ বস ১৩ সম্পাদনা

২০১৯ সালে তিনি ভারতীয় টিভি চ্যানেল কালারস এর বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস এর সিজন ১৩ প্রতিযোগী হিসাবে যোগ দেন এবং ১ম রানার আপ ঘোষিত হন[২][৩]। বিগ বসে থাকাকালীন তিনি হিমাংশী খুরানার প্রেমে পড়ে যান এবং তা প্রকাশ করেন।শুরুতে সিদ্ধার্থ শুক্লার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতই গভীর ছিল যে তাদের দুজনকে "রাম-লক্ষ্মণ"বলা হতো। পরে সিদ্ধার্থের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া এতই বেশি হয় যে তারা তাদের ঝগড়ার জন্যে শিরোনামের শীর্ষে চলে আসেন। পরে রোহিত শেঠি এবং সালমান খান বিষয়টির নেতিবাচক প্রভাব তাদেরকে বুঝিয়ে তাদের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Why Asim Riaz deserves to win Bigg Boss 13 finale over Sidharth Shukla, Rashami, Shehnaaz (ইংরেজি)"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "বিগবস ১৩ সিজনের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা"সময় নিউজ। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "বিগবস থেকে কোটি টাকা নিয়ে ঘরে ফিরলেন সিদ্ধার্থ"। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০