আমার নাম এখন অবধি দিবাকর সরকার। আশা করা যায় ভবিতব্যও এই নামই ব্যবহার করবে। সেই স্কুললাইফ থেকে শুরু করে এই ২৭ অবধি বেয়াড়া রকমের বেঁটে থেকে গেছি। তবে বিভিন্ন ঘটনাপ্রবাহে নিজস্ব উচ্চতার কোনো খামতি চোখে পড়েনি। ট্রেনে বা বাসে ঊর্ধ্বাকাশ থেকে ঝোলা রড বা হ্যান্ডেল ধরাটুকু ছাড়া।

অবশ্য এই বেয়াড়া উচ্চতা আরও কিছুটা কমে গ্যাছে পশ্চিমবঙ্গীয় রাজনৈতিক মডেল বুঝতে গিয়ে। যদিও সেটা লোকের দূরদৃষ্টির অভাবে চোখে পড়ে না।

কলেজ লাইফে ইংরাজি পড়ে পড়ে লাইফ হেল হয়ে গ্যাছে। আর এখন পড়াচ্ছি। ইন্টারনেট-এ একটা কাজ করছি।

বাড়িতে বা বাড়ির বাইরে অনেক সময় কলজে শান্ত করি গদ্য পদ্য চর্চা আর নিম্বুপানি পান করে। গুলাম আলি-র "অ্যায় হুস্‌‌নো লা লা... আঁখ তো মিলা" শুনতে শুনতে অবশ্য মাঝে মাঝে কান্নাও চলে আসে...

মনে হয়, পৃথিবী যেন কোনো দিনও ছাত্রাবস্থা থেকে মুক্তি না পায়... কারণ ছাত্রাবস্থাতেই কারও চোখে ঝুপ করে পড়ে যায় অন্য কোনো চোখ, আবার কখনও সেই চোখ থেকে দৃষ্টিটুকু কেড়ে নিয়ে ঝুপ করে নিজেই ডুবে যায়...

--116.193.140.86 ১৫:০৬, ৮ এপ্রিল ২০০৮ (UTC) দিবাকর সরকার