ওরা টোকাই কেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত একটি বই। বইটি আগামী প্রকাশনী থেকে ১৯৮৯ সালে বাংলা ভাষায় প্রকাশিত হয়। তিনি বইটিতে দেশে বিদ্যমান অভাব-অনটন, দুঃখ-দুর্দশা নিয়ে লিখেছেন।[১] সামাজিক শোষণ, সামরিক শাসনের কুফল ও ধর্ম ব্যবসার বিরোধিতা করে বইটি লিখেছেন।[২] লেখক বইটি পিতা-মাতাকে (শেখ মুজিবুর রহমানশেখ ফজিলাতুন্নেছা মুজিব) উৎসর্গ করেছেন। বইটির ভূমিকা লিখেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ও বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী রফিকুন নবী[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাইদ, শামস (২৮ সেপ্টেম্বর ২০২০)। "লেখক শেখ হাসিনা"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০ 
  2. হাসিনা, শেখ (২৭ সেপ্টেম্বর ২০২২)। "ওরা টোকাই কেন"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০ 
  3. ডেস্ক (২০২১-০১-২৪)। "রিপ্রিন্ট : ১৯৮৯ সালে প্রকাশিত শেখ হাসিনার লেখা 'ওরা টোকাই কেন' বই থেকে লেখকের কথা"BBS Bangla। মূল লেখাটি শেখ হাসিনা ১৯৮৯ সালের ১১ আগস্ট তার নিজ বাসায় (ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ি নং ১০ সড়ক নং ‌‌১১ নতুন) বসে লিখেছিলেন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০