চিত্র:D:\Cover jpg files
monoroma bosu masima

<gallery> <gallery>

বিপ্লবীদের কথা প্রকাশনা

“এখনো অন্ধকার কাটেনি।

তবে অন্ধকার শেষে নিশ্চয়ই আলো আসবে”।

তোমরা: ভীরুতা আর নিস্ক্রিয়তার জীবনদর্শনের শিকল পায়ে পরে আছো। চেতনায় রেখেছো মৃত অতীতের বোঝা।

আমরা: আমরা এখনো স্বপ্ন দেখি সাম্য-স্বাধীনতার। স্বপ্ন বাস্তবায়নে কাজ করি না।

বিপ্লবীরা: আর আমাদের অগ্রজ শুধু সাম্য-স্বাধীনতার স্বপ্ন দেখেই থেমে থাকেনি, ঘর ছেড়ে ব্যক্তিগত কামনা-বাসনা জলাঞ্জলি দিয়ে পথে বের হয়ে এসে সাম্য-স্বাধীনতার জন্য জীবনপণ লড়াই-সংগ্রাম করেছেন (অনেকেই জীবন উৎসর্গ করেছেন)।

তোমরা+আমরা: তাদের সেই পদক্ষেপের প্রকৃত মূল্য যদি না বুঝতে পারি, গৌরবোজ্জ্বল ইতিহাসকে যদি চেতনায় ধারন না করি তাহলে এ মানব জীবনের কোনো মানে দাঁড়াবে?

ঊনবিংশ এবং বিংশ শতকের পৃথিবী ছিল বিপ্লবীদের পদচারণায় মুখর। একের পর যুগান্তকারী বিপ্লব পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। ধ্যান ধারণায় নিয়ে এসেছে আমূল পরিবর্তন। ঘটনাবহুল এই সব বিপ্লবের কাহিনী এবং এসব বিপ্লবের নায়কদের তরুণ প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ট্যাবলওয়েড "বিপ্লবীদের কথা"। শেখ রফিকের সম্পাদনায় এবং সমমনা কিছু তরুণের সেচ্ছাশ্রমে নিয়মিত প্রকাশিত হচ্ছে এই ব্যাতিক্রমধর্মী পত্রিকাটি। মূলতঃ সারাবিশ্বের বিপ্লবীদের জীবনী এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিলেও প্রথম থেকেই এই পত্রিকার মূল লক্ষ্য ছিল বাঙলা এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমল থেকে শুরু করে সমকালীন বিপ্লবীদের জীবনী এবং তাদের আদর্শের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া এবং সেই সাথে এই অঞ্চলের বিপ্লবী রাজনীতির একটা টাইমলাইন তৈরি করা। একটি "সমাজ বিপ্লব ও বিপ্লবী গবেষণা কেন্দ্র" হিসেবে আত্মপ্রকাশ করতে গিয়ে প্রয়োজন হয়ে পড়ে বিপ্লবীদের একটি এনসাইক্লোপিডিয়া তৈরি করার। শেখ রফিক ও পারভেজ আলমের প্রচেষ্টায় সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আত্মপ্রকাশ করে "বিপ্লবীদেরকথাডটকম" ওয়েবসাইটটি। সমাজ বিপ্লবীদের জীবনী, কর্মযজ্ঞ, আদর্শ আর সাড়াজাগানো সব লড়াই-সংগ্রামের অনলাইন অর্কাইভ গড়ে তুলতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বিপ্লবীদেরকথা ডটকম।