Bauripalash
আমি পলাশ বাউরি, একজন ভারতীয় ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপার 🔭, লেখক 📒 এবং ব্লগার ✏️!
আমি প্রায় 11 বছর বয়স থেকে ওপেন সোর্স সফটওয়্যার তৈরি করেছি।
আমি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ নিবন্ধ লেখালেখি করি, যা ভারত সহ বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্ৰিয় ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
এছাড়াও আমি শিশু কিশোর উপযোগী গল্প লেখি, যেগুলি অনেক অনেক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আমি প্রধানত কল্পবিজ্ঞান ও সমাজ বিষয়ক গল্প লেখি। 2019 সালে, কিশোর ভারতী, পশ্চিমবঙ্গের অন্যতম এক কিশোর উপযোগী ম্যাগাজিনে আমার লেখা ছোটগল্প প্রকাশিত হয়েছিল। আমার লেখা বই আকাশগল্প সদ্য প্রকাশিত হয়েছে।
আমি একজন 20 বছরের "শিশু"। 2019 এ উচ্চমাধ্যমিক শেষ করেছি। কলেজে ডি.এল.এড (ডিপ্লোমা ইন এলেমেন্টরি এডুকেশন) নিয়ে পড়াশুনা সমাপ্ত করেছি। বর্তমানে ইংরাজি সাহিত্যে স্নাতক করছি।
আমি দর্শন , বিজ্ঞান , সমাজ ইত্যাদি বিষয়ে ব্লগে লেখা লেখি করি।
• 👨💻 গিটহাব (আমার তৈরি সফটওয়্যার)