ব্যবহারকারী:Asibul Alam Rivan/কেমতলী টেকনিকালি হাই স্কুল

Asibul Alam Rivan/কেমতলী টেকনিকালি হাই স্কুল
অবস্থান

তথ্য
ধরনবেসরকারী
প্রতিষ্ঠাকাল১৯৮৭
প্রধান শিক্ষকজাহাঙ্গীর আলম
শ্রেণী৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যা৫০০+ জন

কেমতলী টেকনিক্যাল হাই স্কুল বরুড়া থানার প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। কেমতলী টেকনিকালি হাই স্কুল ১৯৮৭ প্রতিষ্ঠিত হয়। www.commillaeducationboard.com

শিক্ষার মান সম্পাদনা

কেমতলী টেকনিকালি হাই স্কুল বরাবরই শিক্ষার মান নিয়ে সেরা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে বিদ্যালয়টি তাদের বিশেষ নিয়মে চলে। বোর্ড পরিক্ষার ফলাফলে ও পিছিয়ে নেই কেমতলী টেকনিকালি হাই স্কুল।

স্কুল ড্রেস সম্পাদনা

মেয়েদের ড্রেস সবুজজামা, সাদা সালোয়ার, সাদা ক্রস বেল্ট। ছেলেদের ড্রেস নেভিব্লু প্যান্ট ছেলে মেয়ে উভয়ের জন্য সাদা কেস্ট।

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়টি নিমসার বরুড়া সড়কের পাশে অবস্থিত। বর্তমাননে একটি ৩ তলা ভবন ও একটি পাকা ভবন রয়েছে।

যাতায়াত ব্যবস্থা সম্পাদনা

বরুড়া থেকে সরাসরি নিমসার রোডে আসতে পারবেন সিএনজি অথবা অটো গাড়ি যোগে। অন্যদিকে নিমসার মহাসড়ক থেকে ৪ কি.মি. দক্ষিণ দিকে। সি এন জি অথবা অটো গাড়ি যোগে আসতে পারবেন।


আরো দেখুন সম্পাদনা

=কুমিল্লা মর্ডান হাই স্কুল

=কুমিল্লা জিলা স্কুল