মোঃ আজগার আলী

সম্পাদনা

আসসালামু আলাইকুম,

আমি মোঃ আজগার আলী।

আমার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে।

শিক্ষা জীবন

সম্পাদনা

আমি আমার স্কুল জীবনে পড়াশোনা সৈয়দপুরে করেছি। এরপরে উচ্চশিক্ষার জন্য আমি খুলনায় চলে যায়। খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজ[১] যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়[২] অধিভুক্ত সেখান থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করি। এরপর আমি আমার স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার জন্য রংপুরে চলে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আরেকটি স্বনামধন্য কলেজ, কারমাইকেল কলেজ[৩] থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করি। এছাড়াও সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে উপরে অ্যাডভান্স আইসিটি কোর্স সম্পূর্ণ করি।

শখ ও ইচ্ছা

সম্পাদনা

আমি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা ও বিভিন্ন আর্টিকেল পড়তে পছন্দ করি। এছাড়াও আমি উইকিপিডিয়াতে বিভিন্ন আর্টিকেল বাংলা এবং ইংরেজিতে সংযুক্ত[৪] করতে চাই। বিশেষ করে আমার মাতৃভাষায় উইকিপিডিয়াকে আরো তথ্যসমৃদ্ধ করার জন্য আমার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। আমার এই পেজটিতে ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

  1. ওয়েব সাইট, বিএল কলেজ। "বিএল কলেজ ওয়েব সাইট" 
  2. ওয়েব সাইট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের। https://www.nu.ac.bd/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. ওয়েব সাইট, কারমাইকেল কলেজ। "কারমাইকেল কলেজ ওয়েব সাইট" 
  4. "চিনি মসজিদ উইকিপিডিয়াতে"