Anupam Jash Bankura
গুরু নানক (এপ্রিল ১৫, ১৪৬৯ - সেপ্টেম্বর ২২, ১৫৩৯ খ্রিষ্টাব্দ) শিখ ধর্মের প্রথম প্রবক্তা ও প্রধান ধর্মগুরু। তিনি 'বাবা নানক' বা 'গুরু নানক দেব' নামেও পরিচিত। শিখ ধর্মাবলম্বীগণ প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্ম দিবস সমগ্র বিশ্ব জুড়ে মহা ধুমধামের সঙ্গে পালন করেন। তাঁর জন্মদিন গুরু পূরব বা গুরু নানক জন্মোৎসব নামে পরিচিত। অখণ্ড ভারতবর্ষের লাহোর প্রদেশের (বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের) অন্তর্গত 'রায় ভোয় দি তালবন্দী' গ্রামে বেদী ক্ষত্রী গোত্রের এক হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মেহতা কল্যাণ দাস বেদী ( তিনি মেহতা কালু বা কালু গণি নামেও পরিচিত ছিলেন)। আর মায়ের নাম তৃপ্তা দেবী। তিনি পিতা মাতার জ্যেষ্ঠ সন্তান। তাঁর একটি বোন ছিল যার নাম নানকী।
কথিত আছে যে নানক এশিয়া মহাদেশের বিভিন্ন প্রদেশে পরিভ্রমণ করে 'ইক ওঙ্কার' বা ' সৃষ্টিকর্তা বা ঈশ্বর এক' এই মতবাদ প্রচার করেন। সেই সঙ্গে তিনি এই বার্তাও প্রচার করেন যে, ঈশ্বর তাঁর প্রতিটি সৃষ্টি তে বিরাজ করেন। তিনি সাম্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সদগুণ এর আধারে এক আধ্যাত্মিক, সামাজিক ও রাজনৈতিক ভিত্তি ক্ষেত্র স্থাপন করেন যেখানে সব মানুষ আশ্রয় নিতে পারবে।
নানক কথিত উপদেশ গুলি শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব' এর মধ্যে ৯৭৪ টি কাব্যিক স্তোত্র আকারে লিপিবদ্ধ আছে। এর মধ্যে প্রধান কয়েকটি স্তোত্র হল 'জপজী সাহিব' (অধ্যাত্ম বিষয়ক প্রার্থনা মন্ত্র), 'আশা দি ভার' (আশার গান) এবং 'সিদ্ধ গোষ্ট' (সিদ্ধদের সাথে আলোচনা) । শিখ ধর্ম বিশ্বাস অনুসারে, গুরু নানকের পবিত্রতা, দেবত্ব ও ধর্মীয় কর্তৃত্বের চেতনা তাঁর পরবর্তী নয়জন গুরুর মধ্যে সঞ্চারিত হয়েছিল,যে মুহূর্তে তাঁরা গুরু পদে অভিষিক্ত হয়েছিলেন।
জন্ম