২০২৩ সালের ৬ অক্টোবর, শিশু বলাৎকারের অভিযোগে যুক্তরাজ্যস্থ ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় (সিপিটি) কর্তৃক চিন্ময়ের উপর ৫টি নিষেধাজ্ঞা জারি করা হয়।[] উক্ত নিষেধাজ্ঞা পত্রে উল্লেখ ছিল যে, চিন্ময় ইসকনের কোন ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেনা। কোন কীর্তনের নেতৃত্ব প্রদান, কোন শ্রেণী পাঠদান পরিচালনা এবং প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের পূজা আর্চনায় অংশগ্রহণ করতেও চিন্ময়ের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী কোন ব্যক্তি যেন চিন্ময়ের সান্নিধ্যে না আসে বা কোন নারী যেন দিনের বেলায়ও চিন্ময়ের সংস্পর্শে না আসতে পারে সে বিষয়ে সতর্ক করা হয় এবং চিন্ময় বাংলাদেশ ইসকনের নির্বাহী পরিষদের সদস্য পদ হারানোয় বা সিপিটির কোন পদাধারী না হওয়ায় উক্ত নিষেধাজ্ঞাবলে ইসকনের কোন স্থাপনায় রাত্রি যাপন করতে পারবেন না।[] ইসকনের সিপিটির যুক্তরাজ্যস্থ দপ্তর‌ চিন্ময়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা পত্রটির সত্যতা নিশ্চিত করেছে এবং উক্ত নিষেধাজ্ঞা চিন্ময়ের উপর এখন পর্যন্ত বলবৎ রয়েছে।[][][]

  1. "চিন্ময়ের বিরুদ্ধে শিশুদেরও ছিল অভিযোগ, ৫ নিষেধাজ্ঞা ছিল ইসকনের"এনটিভি। ২৮ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪ 
  2. "ইসকন নেতা চিন্ময় শিশুদের সাথে বলাৎকার ও নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত থাকত!"দৈনিক জনকণ্ঠ। ২৭ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪ 
  3. "চিন্ময় ব্রহ্মচারী শিশু নিপীড়নকারী, এজন্য বিধিনিষেধও দেওয়া হয়েছিল"একুশে টেলিভিশন। ২৬ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  4. "ইসকনের চিন্ময়কে শিশু বলাৎকারের জন্য নিষিদ্ধ করা হয়"যায়যায়দিন। ২৮ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪ 
  5. "দুশ্চরিত্র চিন্ময়কে নিয়ে দ্বিধা-বিভক্ত সনাতন ধর্মাবলম্বীরা"দৈনিক ইনকিলাব। ২৭ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪