ব্যবহারকারী:মোঃ মানিক হাসান কেএসটি/কান্তিনগর

পরিচিতি সম্পাদনা

কান্তিনগর বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের একটি গ্রাম। কুষ্টিয়া শহর থেকে ২ কিলোমিটার উত্তরে পদ্মা নদীর পাড়ে এর অবস্থান।

সম্পাদনা

মোঃ মানিক হাসান

আয়তন সম্পাদনা

গ্রামটির আয়তন ৪ বর্গকিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

গ্রামটিতে প্রায় ৩ হাজার লোক বসবাস করে এদের সবাই মুসলিম সম্প্রদায়ের। এখানকার মানুষেরা কৃষিকাজ, ,ব্যবসায়, ফেরি করে, ও অল্প সংখ্যক মানুষ সরকারি-বেসরকারী চাকুরি করে জীবিকা নির্বাহ করে।

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

চিকিৎসা কেন্দ্র সম্পাদনা

কান্তিনগর বোয়ালদহ কমিউনিটি ক্লিনিক ;ধরণ - সরকারি । বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদনা

  • কান্তিনগর প্রাইমারি স্কুল জামে মসজিদ
  • বাগাড়িপাড়া জামে মসজিদ
  • কান্তিনগর মোহাম্মাদিয়া এছহাকিয়া বহুমুখী মাদ্রাসা
  • কান্তিনগর ও চরবানিয়াপাড়া ঈদগাহ ময়দান ও গোরস্থান

বিখ্যাত ব্যক্তি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

http://kushtia.gov.bd http://horipurkushtia.co