মোঃ জুয়েল হোসাইন

আমার এই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আমি মোঃ জুয়েল হোসাইন। আমি একজন আইন বিভাগের ছাত্র ও স্টার মেকারে গান করি। আমি পুরাতন দিনের গান গুলো কে ভালবেসে সেগুলোর মিউজিক দিয়ে নতুন করে গান তৈরি করি। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামে। আমার বাবার নাম মোঃ বাচ্চু মিয়া, মায়ের নাম মোসাম্মৎ জমিলা বেগম। আমরা তিন ভাইবোন। দুইটি বোন আর আমি । ছোট এক বোন আর বড় এক বোন। আমি মেজো।

জন্ম তারিখ ও স্থান সম্পাদনা

জন্ম তারিখ : বুধবার,১৪ই এপ্রিল,১৯৯৯ইং,১লা বৈশাখ, ১৪০৬ বঙ্গাব্দ। জন্ম স্থান : ২নং শিলখুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর ধলডাঙ্গা, থানা : ভুরুঙ্গামারী, জেলা : কুড়িগ্রাম।

পেশা সম্পাদনা

ছাত্র। আমি একজন আইন বিভাগের ছাত্র।

জাতীয়তা সম্পাদনা

জাতীয়তা বাংলাদেশী। আমি একজন বাংলাদেশি নাগরিক।

রাজনীতি সম্পাদনা

আমি রাজনীতি পছন্দ করি না। আমি সাদা-মাটা জীবনযাপন করতে পছন্দ করি।

লাইফ গোল সম্পাদনা

আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একজন বিচারপতি বা আইনজীবী হব । দোয়া প্রার্থী যেন ইচ্ছেটা পূরন হয়।

নিজের একটি উক্তি সম্পাদনা

মনের কষ্টে লিখা উক্তি "অচেনা এই শহরের মাঝে হাজারো জনসমাগমে চলতে চলতে হারিয়ে ফেলেছি নিজেকে, কোথায় হারিয়ে ফেললাম সেই আমি টাকে, শত চেষ্টা করেও আর খুঝে পাই না সেই পূরনো আমি টাকে, হয় তো আর কোনো দিন পাবো না ফিরে, পাবো না সেই আমি টাকে, তাই বুঝা যায় রাত্রি গভীর হলো বোঝা যায় ঢাকা শহর কতটা নির্মম"

সংগৃহীত হক কথা সম্পাদনা

১। আইনে পড়ছো উকিল হবে ? আইনের ছাত্রছাত্রীদের প্রথম দেখায় এই কথাটাই অনেকে বলে থাকেন। হ্যাঁ আমি আইন পড়ছি আমি উকিল হবো ।আপনার ভাষায় বটতলার উকিল ! তবে আপনি হয়তো জানেন না, আমরাই আবার হবো সুপ্রীম কোর্টের বিচারপতি, Law Firm এর Founder, CEO, বিভিন্ন কোর্টের বিচারক, কেউবা হবো Multinational Company এর Advisor, internationa NGO এর moderator । কপাল খুব ভালো থাকলে এমপি , মন্ত্রী কিংবা রাষ্ট্রপতিও হতে পারি। মানুষ যখন তার অধিকার হারাবে তখন কেবল আমি বলবো " ubi jus ibi remidium ". কথাটা বুঝতে পারলেন না ? ওহ, বটতলার উকিলের অল্প বিদ্যার কথা স্বঘোষিত উঁচু শ্রেনীর লোকেরা বুঝবেনা এটাই স্বাভাবিক যখন আপনার প্রতিবেশী কিংবা ক্ষমতাধর কোন ব্যক্তি আপনার জমি দখল করে নিবে তখন আপনি কোথায় যাবেন? দুঃখিত sir, এহেন পরিস্থিতিতে আপনাকে ঐ বটতলায় যেতে হবে । হয়তো আপনি মার্সিডিজ বেঞ্চ কিংবা অডি থেকে নেমে আসবেন, কিন্তু আমাকে প্রচন্ড গরমের দিনেও কালো কোট গায়ে চাপিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধারে তৈরী থাকতে হয় । শুধু কি টাকার জন্য? সত্যকে প্রতিষ্ঠিত করতে টাকা আপনি তাকে টাকা দিবেন, কিন্তু আপনার যে অধিকার ক্ষুন্ন হয়েছে সেটা প্রতিষ্ঠা করতে হবে ঐ উকিল সাহেবকেই করতে হবে।আর যারা হতদরিদ্র, তাদের শেষ আশ্রয়স্থল কে জানেন? আপনার অপ্রিয় পেশার ঐ উকিল সাহেবই ! "Where there is right there is remedy " যেখানে অধিকার সেখানে প্রতিকার কথাটা কিতাবে আছে, প্রমাণ করে দেখাতে হবে ঐ উকিল সাহেবকেই । আপনার সন্তানকে যদি কেউ মেরে ফেলে আর পুলিশ যদি কউকে গ্রেফতার না করে তখন আপনাকে বটতলাতেই আসতে হবে।আইনের ব্যাখ্যা দিয়ে সম্ভব হলেই প্রতিকার/আপনার সন্তানকে বাঁচানো যাবে অন্যথায় নয়। আরও বড় কথা মিথ্যা দিয়ে কখনোই আইন-আদালত চলে না, ঐটা কেবল movie তেই চলে। তাই মিথ্যা দিয়ে উকিলরা টাকা ইনকাম করে আপনার/আপনাদর এই ধারনাটা পুরোপুরি ভুল। পৃথিবীর শুরু থেকেই আইন আছে সত্যকে প্রতিষ্ঠিত করতেই। ল কে বলা হয় The rule of conduct . যখন প্রতিষ্ঠানিক বিচারালয় ছিল না, তখনও আইন ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব , শেরে বাংলা এ কে ফজলু হক, মাহাত্ম_গান্ধি, নেলসন ম্যান্ডেলা, হালের বারাক ওবামা, হিলারী নাম গুলো আপনি বিশেষ ভাবে স্মরণ করেন। জাতি গড়ার এই কারিগরদের পেশা কি ছিল জানেন? জাতি গঠনের এই মানুষগুলো সবাই আইনের ছাত্র! কেন শুধু উকিলদের এই জাতি গড়ার দায়? আইনজীবীরা আপনাদের জীবন বদলায় । যদি আমরা ঐ বটতলায় বসা বাদ দিতাম তাহলে আপনাদের বা সমাজের কি অবস্থা হইত ভেবে দেখছেন? হ্যাঁ। আমি, আমরা আইনে পড়ি। আমরা_উকিল_হবো। আমরাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি, কোর্টে সত্যকে প্রতিষ্ঠিত করি এই আমরাই । আমরাই সমাজ তৈরীর প্রকৌশলী। ভুল ধারনা থেকে সরে আসুন,ভবিষ্যত স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের আইন পড়তে উৎসাহিত করি, সৎ ও দক্ষ আইনজীবীদের inspire করি ।

২। সস্তা পণ্যের মাঝেও অনেক সময় দামি পণ্য পাওয়া যায় । যেটা নোংরা মন-মানসিকতা ব্যক্তির কপালে আসলেও সেটা সে ধরে রাখতে পারে না ।

৩। Assalamu-Alakum Honorable audiences. Myself Md Juwel Hossain. I have joined here in kurigram in Bangladesh. I'm an honest, simple and hard-working person.I am the follower of Holy Prophet Muhammad (PBUH). I'm a student in department of Law. In My future life I would like to be a Judge or Lawyer. I have a big dream is to build justice in my country. This is the big goal of my life.Self-esteem is priceless personal wealth, So don’t play with it. My favorite hobby is watching cricket. I am a big fan of Shakib Al Hasan (75) and Humayun Faridi sir (actor). Always I wil try to my level best. Everyone will pray for me.

লাইফ গোল সম্পাদনা

আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একজন বিচারপতি বা আইনজীবী হব । দোয়া প্রার্থী যেন ইচ্ছেটা পূরন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক সম্পাদনা

1. https://www.facebook.com/Md.Juwel.Hossain.4480

2. https://youtube.com/channel/UCQtsEDRgxptaJjKjBbLgnRg

3. https://m.starmakerstudios.com/d/playrecording?app=sm&from_sid=13382445140&is_convert=true&recordingId=2251799830448757

4. mdjuwelhossain4480@gmail.com