হাফেজ মাওঃ এম নেয়ামুল ইসলাম মিয়াজী ( 07 মার্চ 1992) একজন ইসলামিক আলোচক, ধর্ম প্রচারক ও একজন লেখক, তিনি বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন । [১] তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের ইসলামী আলোচক। [২]

প্রাথমিক জীবন

সম্পাদনা

মাওলানা নেয়ামুল ইসলাম মিয়াজীর পিতা একজন প্রবাসী ছিলেন, মাতা গৃহিনী, 1992 সালের মার্চ মাসের 07 তারিখ তিনি সিলেট জেলায় বনকলাপাড়া এলাকায় জন্ম গ্রহন করেন। তার পৈতিক নিবাস চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে। তিনি ছোট বেলা থেকে মাদ্রাসায় পড়াশুনা করেন। তিনি মিয়াজী বংশে জন্মগ্রহন করেন, যার কারণে তার নামের শেষে মিয়াজী লিখে থাকেন।