সৌভাগ্যর সংখ্যা সাত বা lucky seven


সাত সংখ্যাটির মধ্যে একটি স্বর্গীয় শক্তি মিশ্রিত আছে বলে প্রাচীন কালে মনে করা হত এটি ঈশ্বর প্রদত্ত শক্তি । যুগ যুগ ধরে বিভিন্ন সভ্যতা "৭" সংখ্যা টি কে শুভ, রহস্য , আধ্যাত্মিক সংখ্যা বলে গ্রহন করেছেন। আমাদের মাঝে "৭" সংখ্যাটি সৌভাগ্যের সংখ্যা বা lucky seven শব্দে পরিচিত ।

কেন "৭"সংখ্যা টি কে শুভ, রহস্য , আধ্যাত্মিক সংখ্যা মনে করা হয় ? সপ্ত স্বর্গ কল্পনা করা হয়েছে। সপ্ত সিংহাসন। সাতটি ইশ্বররে শক্তি পৃথিবীতে প্রেরিত হয়েছে , বাইবেলে বলা হয়েছে। ইশ্বরেরে সাতটি দেবদূত পৃথিবীতে কাজ করেন।সাতটি গ্রহ পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এটি যেন তারই প্রকাশ। মিশরের ধর্মে আছে সাতটি তাত্ত্বিক শক্তির কথা। হিন্দু ধর্মে সাতটি দেবতার কথা আছে।এবং হিন্দু ধর্মে বিবাহকার্যে সাত পাকের কথা বলা আছে। ইসলাম ধর্মে হজ্বের সময় হাজীদের সাত সংখ্যাটি গুরুত্বপূর্ণ। পারস্য ভাষাতে সাতটি ঐশ্বরিক শক্তির কথা লিখা আছে। চ্যালডিঅ্যানের গ্রন্থে সাতটি দেবদূতের কথা লিখা আছে। বিশ্বের সব ধর্মে সাতটি দৈবিক শক্তির কথা লিখা আছে। জ্যোতিষী রা সাতকে সংখ্যাতত্ত্বের নিখুঁত বর্ণনা করেছেন। গৌতম বুদ্ধ সাতটি পাথররের উপর ও সাত সপ্তদল পদ্মে বসে আছেন।মূর্তিতে তাই দেখা যায়। এই সাতের প্রভাবকে সর্বত্র স্বীকার করা হয়েছে। তাই সবকিছু মিলিয়ে "৭" কে সৌভাগ্যর সংখ্যা কিংবা lucky seven বলা হয়।

তথ্যসূত্র :১.কিরো অমনিবাস

      ২.ইন্টারনেট