বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়(Basail govindo high school) বাসাইল পৌরসভায় অবস্থিত একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়।এটি বাসাইল সদরের নিকটেই। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার গোবিন্দ রায়(মতভেদ আছে)। ১৯৮৬ সালে এটিকে সরকারিকরণ করা হয়। বিদ্যালয়টিতে একটি তিনতলা,একটি দুতলা,একটি ছয়তলা(নির্মানাধীন) ভবন রয়েছে। বর্তমানে এটি বয়েজ স্কুল হলেও শীঘ্রই এখানে মেয়েদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ছেলে ও মেয়েদের আলাদা শিফটে ক্লাস নেওয়া হবে।বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জমিদার হওয়ায় এই বিদ্যালয়টির রয়েছে বিশাল জায়গা।এই বিদ্যালয়ের দুইটা মাঠ আছে। রয়েছে বিশাল দুইটি পুকুর। বিদ্যালয়ে অজুখানাও আছে। বিদ্যালয়ের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ও আছে। বিদ্যালয়ের নিজস্ব মাসজিদও আছে।এই ঐতিহ্যবাহী স্কুলের বতর্মান প্রধান শিক্ষক জনাব গোলাম মুস্তফা স্যার।