আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম ১২ টি মহানগরের তালিকা :

ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী

১/ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন :

আয়তন : ১৯৬.২২ বর্গ কিমি জনসংখ্যা : ৫৯,৭৯,৫৩৭ জন।এটি আয়তনে দেশের ৩য় এবং জনসংখ্যায় বৃহত্তম মহানগর।

২/ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন:

আয়তন : ১০৯.২৫১ বর্গ কিমি জনসংখ্যা : ৪২,৯৯,৩৪৫ জন। এটি আয়তনে দেশের ৫ম এবং জনসংখ্যায় ২য় বৃহত্তম মহানগর।

/ চট্টগ্রাম সিটি কর্পোরেশন:

আয়তন : ১৬০.৯৯ বর্গ কিমি জনসংখ্যা : ৩২,২৭,২৪৬ জন। এটি আয়তনে দেশের ৪র্থ এবং জনসংখ্যায় ৩য় বহত্তম মহানগর।

৪/ গাজীপুর সিটি কর্পোরেশন:

আয়তন : ৩২৯ বর্গ কিমি জনসংখ্যা : ২৬,৭৬,৬৯৭ জন।

এটি আয়তনে দেশের বৃহত্তম এবং জনসংখ্যায় ৪র্থ বৃহত্তম মহানগর।

/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন :

আয়তন : ৭২.৪৩ বর্গ কিমি জনসংখ্যা : ৯,৬৭,৭২৪ জন।

এটি আয়তনে দেশের ৮ম এবং জনসংখ্যায় ৫ম বৃহত্তম মহানগর।

৬/ খুলনা সিটি কর্পোরেশন:

আয়তন : ৪৫.৬৫ বর্গ কিমি জনসংখ্যা : ৭,১৮,৭৩৫ জন।

এটি আয়তনে দেশের ১২তম এবং জনসংখ্যায় ৬ষ্ঠ বৃহত্তম মহানগর।

৭/ রংপুর সিটি কর্পোরেশন:

আয়তন : ২০৫.৭০ বর্গ মিমি জবসংখ্যা : ৭,০৮,৩৮৪ জন।

এটি আয়তনে দেশের ২য় এবং জনসংখ্যায় ৭ম বৃহত্তম মহানগর।

৮/ ময়মনসিংহ সিটি কর্পোরেশন :

আয়তন: ৯০.১৭৩ বর্গ কিমি জনসংখ্যা : ৫,৭৬,৭২২ জন।

এটি আয়তনে দেশের ৭ম এবং জনসংখ্যায় ৮ম বৃহত্তর মহানগর।

/ রাজশাহী সিটি কর্পোরেশন :

আয়তন : ৯৬.৭২ বর্গ কিমি জনসংখ্যা : ৫,৫২,৭৯১ জন।

এটি আয়তনে দেশের ৬ষ্ঠ এবং জনসংখ্যায় ৯ম বৃহত্তম মহানগর।

১০/ সিলেট সিটি কর্পোরেশন :

আয়তন : ৬০ বর্গ কিমি জনসংখ্যা : ৫,৩২,৪২৬ জন।

এটি আয়তনে দেশের ৯ম এবং জনসংখ্যায় ১০ম বৃহত্তর মহানগর।

১১/ কুমিল্লা সিটি কর্পোরেশন:

আয়তন : ৫৩.০৪ বর্গ কিমি জনসংখ্যা : ৪,৩৯,৪১৪ জন

এটি আয়তনে এবং জনসংখ্যায় দেশেত ১১তম বৃহত্তম মহানগর।

১২/ বরিশাল সিটি কর্পোরেশন :

আয়তন : ৫৮ বর্গ কিমি জনসংখ্যা : ৪,১৯,৩৫১ জন।

এটি আয়তনে দেশের ১০ম এবং জনসংখ্যায় ১২তম বৃহত্তম মহানগর।