ব্যবহারকারী:আবু দারদা মাহফুজ/খেলাঘর

ব্যভারকারিঃ আবু দারদা মাহফুজ/খেলাঘর

  • জন্ম
  • পিতা-মাতা
  • শিক্ষাজীবন
আবু দারদা মাহফুজ ২০০৩ সালের ৯ই আগস্ট যশোরে জন্মগ্রহন করেন।যশোরের ফাতিমা হাসপাতাল এ জন্মগ্রহন করেন। তার জন্ম নাম ছিল দিব্যি।

পিতা-মাতা

সম্পাদনা
আবু দারদা মাহফুজের পিতার নাম মোঃরবিউল ইসলাম ও মাতার নাম মাহ্মুদা সুলতানা।

শিক্ষাজীবন

সম্পাদনা

৬ বছর বয়সে আবু দারদা মাহফুজ তাঁর শহর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলাস্থ কোটচাঁদপুর কিন্ডার গার্টেন স্কুলে ভর্তি হন।তারপর কোটচাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি নিয়ে কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়এ ভর্তি হন। বর্তমানে তঁইনি সেখানে পাঠ্রত আছেন।