অ দ্বীপ কুমার বিপুল চন্দ্র রায়
কবি পরিচিতি :[১] কবি অনুর দ্বীপ কুমার বিপুল চন্দ্র রায় ০৮ এপ্রিল ১৯৯৭ সালে জন্মগ্রহন করেন । তাঁর পৈতৃক নিবাস ঠাকুরগাঁও জেলা , পীরগঞ্জ থানার রাঙ্গালী কুড়া গ্রামে । তিনি অতি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান , জীবনে স্বপ্ন আর না পাওয়ার হতাশা তাঁর কাব্য সাধনার প্রথম মাধ্যম । ছোটবেলা থেকেই কবিতা ও ছড়া লেখার প্রতি তাঁর বিশেষ একটা ঝোঁক ছিল । ২০১৫ সালে অনলাইন বিজয়ের আলো , সপ্তাহিক উওর কথা পত্রিকায় তাঁর কবিতার প্রকাশ ঘটে । তিনি শিশু সাহিত্য সাংবাদিক হিসাবে অনলাইন জাতির বার্তা ও প্রভাত বাংলা পত্রিকায় কাজ করেন । বর্তমানে তিনি হিসাব বিজ্ঞান বিভাগের একজন ছাত্র । এ ছাড়াও শিশু কিশোরদের জন্য তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : লাল সবুজের কাব্য , দীর্ঘশ্বাস কাব্য , কবিতার ক্যানভাস , জীবন তরী , মেঘের কান্না , ছায়া লতা , মাগো আমি যুদ্ধে যাবো, নীল দিগন্তে তুমি , বকুলঝরা ভোর, উদীয়মান কবি, অমৃত স্মৃতি, মধু মালতী। ছড়াগ্রন্থ : মজার দেশে মজার ছড়া । তিনি এখন পর্যন্ত সাহিত্য চর্চায় অবিরত ।