ব্যবসা প্রশাসন বা ব্যবসা ব্যবস্থাপনা বলতে কোনও বাণিজ্যিক উদ্যোগ পরিচালনাকারী ব্যবস্থাকে বোঝায়, যার কাজ সংস্থার সম্পদ, সময় ও ব্যক্তিদের ব্যবস্থাপনা করা।[১] এটিতে কোনও বাণিজ্যিক সংস্থার ব্যবসায়িক কর্মকাণ্ডের সমস্ত দিক তত্ত্বাবধান করার ব্যাপারটি অন্তর্ভুক্ত। ব্যবস্থাপনা ও নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে কার্যালয় ভবন প্রশাসন, অর্থশাস্ত্র, হিসাবরক্ষণ, অর্থসংস্থান, নকশা প্রণয়ন, মানব সম্পদ, নির্মাণ, গুণমানের নিশ্চয়তা, উপাত্ত বিশ্লেষণ, বিক্রয়, প্রকল্প ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা, গবেষণা ও উন্নয়ন, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, পণ্য স্থানান্তর বিদ্যা, বিকল্প বিরোধ নিষ্পত্তি, ব্যবসা আইন এবং বিপণন ক্ষেত্রগুলি এর মধ্যে পড়ে। ব্যবসা প্রশাসনে পেশাদার ব্যক্তিরা ব্যবসা ও সংস্থা যেন কার্যকরীভাবে, দক্ষভাবে ও লাভজনকভাবে চলে সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য কাজ করেন। তাদের পরিমাণবাচক দক্ষতার পাশাপাশি "কোমল দক্ষতা" যেমন ধারণা জ্ঞাপন করা, প্রভাব খাটানো, ফিরতি মতামত (ফিডব্যাক) দেওয়া এবং কার্যকর ও তথ্যবহুল উপস্থাপন করার দক্ষতার অধিকারী হতে হয়। তারা প্রায়শই দলগতভাবে ও সহযোগিতামূলক প্রকল্পে কাজ করে থাকেন। একজন ব্যবসা প্রশাসক বা ব্যবস্থাপক কোম্পানির অভিমুখ এমনভাবে পরিচালনা করেন, যাতে সেটি অংশীজনদের লক্ষ্য ও অগ্রাধিকারের সাথে সমরেখ থাকে। কোনও ব্যবসার সাফল্য এর দৈনন্দিন কর্মকাণ্ডের উপর গভীরভাবে নির্ভর করে, তাই ব্যবসা প্রশাসক এগুলি যেন নির্ঝঞ্ঝাটে চলে, সে ব্যাপারটি দেখাশোনা করেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Compare: Thuis, Peter; Stuive, Rienk (২০১২)। Business Administration। Routledge-Noordhoff International Editions (reprint সংস্করণ)। Groningen: Routledge (প্রকাশিত হয় ২০১৯)। আইএসবিএন 9781000035889। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০[...] business administration is the branch of science that deals with the organisation of and the context around businesses. 

টেমপ্লেট:Management