বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব
বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব (/ˈboʊltən/ ( ), ইংরেজি: Bolton Wanderers Football Club; এছাড়াও বোল্টন ওয়ান্ডারার্স এফসি অথবা শুধুমাত্র বোল্টন ওয়ান্ডারার্স নামে পরিচিত) হচ্ছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব।[৪] এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের ফুটবল লিগ ইএফএল লিগ টু-এ খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালে ক্রাইস্ট চার্চ ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বোল্টন ওয়ান্ডারার্স তাদের সকল হোম ম্যাচ বোল্টনের বোল্টন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৮,৭২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ান ইভাট। বর্তমানে পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্দো সান্তোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য ট্রটার, দ্য ওয়ান্ডারার্স, দ্য ওয়াইটস | ||
প্রতিষ্ঠিত | ১৮৭৪ | (ক্রাইস্ট চার্চ ফুটবল ক্লাব হিসেবে)||
মাঠ | বোল্টন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ২৮,৭২৩[১] | ||
মালিক | ফুটবল ভেঞ্চার্স (ওয়াইটস) লিমিটেড[২][৩] | ||
ম্যানেজার | ইয়ান ইভাট | ||
লিগ | ইএফএল লিগ ওয়ান | ||
২০২২–২৩ | ৫ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল লিগের প্রতিষ্ঠাতা সদস্য বোল্টন ১৯২০-এর দশকের সফল ক্লাব ছিল। উক্ত সময় ক্লাবটি ৩ বার এফএ কাপ জয়লাভ করেছিল। ন্যাট লফটহাউজের দেয়া একমাত্র গোলের মাধ্যমে ১৯৫৮ সালে তারা চতুর্থ বারের মত কাপটি জয়লাভ করে। ১৯৮৭ সালে ক্লাবটি সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। উক্ত সময় ক্লাবটি চতুর্থ স্তরে অবনমিত হয়েছিল। শীর্ষ বিভাগে ৩১ বছর অনুপস্থিতি থাকার পর ১৯৯৫ সালে তারা পুনরায় প্রিমিয়ার লিগে উন্নীত হয়।
ঘরোয়া ফুটবলে, বোল্টন ওয়ান্ডারার্স এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ৪টি এফএ কাপ এবং ১টি ফুটবল লিগ ট্রফি শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনালিগ
সম্পাদনাকাপ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Complete Handbook HI RES.pdf" (পিডিএফ)। ১৪ ডিসেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১১।
- ↑ "David Rubin & Partners, Administrators For Bolton Wanderers"। Bolton Wanderers FC। BWFC। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "Bolton Wanderers: Football Ventures completes takeover to save League One club"। BBC Sport। BBC। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "Bolton Wanderers"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- বোল্টন ওয়ান্ডারার্স সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইংরেজি)