বোকাখাত
মানববসতি
বোকাখাত (ইংরেজি: Bokakhat) অসমের গোলাঘাট জেলায় অবস্থিত একটি নগর।[১]
বোকাখাত | |
---|---|
নগর | |
ভারতের অসম রাজ্যে বোকাখাতের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩৮′ উত্তর ৯৩°৩৬′ পূর্ব / ২৬.৬৩° উত্তর ৯৩.৬° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | অসম |
জেলা | গোলাঘাট জেলা |
উচ্চতা | ৭৬ মিটার (২৪৯ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৮,৮৪৪ |
ভাষা | |
• সরকারী | অসমীয়া |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+5:30) |
PIN | 785612 |
Telephone code | (91)3776 |
ওয়েবসাইট | www |
ভৌগোলিক বিবরণসম্পাদনা
বোকাখাত অঞ্চলটি মধ্য অসমে অবস্থিত। এই অঞ্চলে বিভিন্ন পর্যটকস্থল রয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে এর দূরত্ব ২৩কি:মি:। নিকটতম বিমানবন্দর হচ্ছে যোরহাট ও গুয়াহাটি। বোকাখাতের নিকটতম রেল স্টেশন হচ্ছে বাদুলিপার ও ফরকাটিং ।
জনসংখ্যাসম্পাদনা
২০০১ সনের জনগননা অনুযায়ী বোকাখাতের জনসংখ্যা হচ্ছে ৮৮৪৪ জন।[২] যার ৫৪% পুরুষ ও ৪৬% মহিলা। বোকাখাতের সাক্ষরতার হার ৭৮%। পুরুষ ও মহিলার সাক্ষরতার হার ক্রমে ৮৩% ও ৭৩%। বোকাখাতের জনসংখ্যার মোট ১১% ছয় বছরের অনুর্ধর।[১]
রাজনীতিসম্পাদনা
বোকাখাত কলিয়াবর (লোকসভা সমষ্টির) অন্তর্ভুক্ত।
পর্যটন স্থলসম্পাদনা
বোকাখাতের আশে পাশে অবস্থিত বিভিন্ন মঠ-মন্দির, সংরক্ষিত বনাঞ্চল, সত্র, চা বাগান ইত্যাদি বোকাখাতের মুখ্য পর্যটন স্থল।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ http://bokakhat.gov.in/
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।