বেলতলা উচ্চ মাদ্রাসা বিদ্যালয়

একটি আধুনিক মানের উচ্চামাধ‍্যমিক স্তরীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

বেলতলা হাই মাদ্রাসা(উঃমাঃ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত বাংলা মাধ্যমের বিদ্যালয়। এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছেলেও মেয়েদের (কলা ও বিজ্ঞান বিভাগ) পড়ানো হয়[১]। বেলতলা হাই মাদ্রাসা বিদ্যালয়টিকে এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং ভালো বিদ্যালয় বলে পরিচিত। এই বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ আছে যেখানে বাৎসরিক অনুষ্ঠান গুলি হয়।

বেলতলা হাই মাদ্রাসা(উঃমাঃ)
অবস্থান
মানচিত্র
চাপড়া, নদীয়া, পশ্চিমবঙ্গ পিন কোড- ৭৪১১২৩ভারত
তথ্য
ধরনরাজ্য বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯২৫
অধ্যক্ষআবুল হোসেন বিশ্বাস (TIC)
শিক্ষকমণ্ডলী৪০ এর বেশি
শ্রেণীপঞ্চম থেকে দ্বাদশ (ছেলে-মেয়ে)
শিক্ষার্থী সংখ্যা৩০০০ এর বেশি
ভাষাবাংলা
অন্তর্ভুক্তিপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ
ওয়েবসাইটBeltalahighmadrasah.in net

বাৎসরিক অনুষ্ঠান

সম্পাদনা

প্রত্যেক বছরে এখানে বাৎসরিক খেলাধুলা হয় । ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি দেশের স্বাধীনতা ও প্রজান্ত্র দিবস পালিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা

সম্পাদনা

এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত । ওয়াকফ বোর্ড দ্বারা প্রচলিত হয় [২]

অনন্যা তথ্য

সম্পাদনা
  • মোট ক্লাস কক্ষের সংখ্যা ৪৮
  • এই বিদ্যালয়ে লাইব্রেরি আছে মোটামুটি ১৪৪৮ বই আছে।
  • মিড-দে মিল ও প্রানীয় জলের ব্যবস্থা, প্রতিলঙ্গদের জন্য সিঁড়ি আছে।
  • মেডিকেল চেকউপ এর সেন্টার আছে।
  • উন্নত প্রযুক্তি সম্পন ল‍্যাব রয়েছে।(ভূগোল,পদার্থবিজ্ঞান,রসায়ন, বায়োলজি)
  • ভূগোল ও কম্পিউটার এপ্লিকেশনের জন্যে উন্নত প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টর ও কম্পিউটার আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "High Madrasah of Nadia"। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 
  2. "Beltala High Madrasah School, Brittihuda/viii, Nadia - West Bengal"