চাঁদপুর বেলগাঁও চা বাগান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবস্থিত চা বাগান
(বেলগাঁও চা বাগান থেকে পুনর্নির্দেশিত)

চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত।[১] খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। [২] এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত।

চাঁদপুর বেলগাঁও চা বাগানের ভেতরের দৃশ্য

ইতিহাস সম্পাদনা

 
চাঁদপুর বেলগাঁও চা বাগান

বেলগাঁও চা বাগানটির প্রতিষ্ঠার সঠিক প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, লোকমুখে জানা যায় যে ১৯১২ সালে ইংরেজরা বাগানটি শুরু করেন তখন বাগানের ম্যানেজার ছিলেন হিগিন। তবে রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, বাঁশখালী উপজেলার লট হল ও লট চানপুর মৌজায় অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানটি ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অব্যবস্থাপনার সম্মুখীন হয়। ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি স্থানীয় অধিবাসীদের অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রায় বাহাদুর জমিদারের মালিকানায় ছিল। জমিদার রায় বাহাদুরের জন্ম ছিল কু- পরিবারে। তাই এই বাগান পূর্বে কু- চা বাগান নামে খ্যাত ছিল।[৩] বর্তমানে চা বাগানটি সিটি গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।[৪][৫]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বেলগাঁও চা বাগান"। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারী ২০২১ 
  2. "বেলগাঁও চা বাগান পর্যটনের হাতছানি"Odhikar। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৬ 
  3. "দেশের ১৬২ বাগানের মধ্যে মানে ৫ম বাঁশখালীর প্রাণ বেলগাঁও চা বাগান"dainikpurbokone। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯ 
  4. "বাঁশখালীর চা বাগানে মাস্ক পরে কাজ করছেন ৭০০ শ্রমিক"। চট্টগ্রাম প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২ 
  5. "বৈলগাঁও চা বাগানের ক্লোন চায়ের সুনাম দেশজুড়ে"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২