বে-নজীর আহমদ

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি
(বেনজির আহমেদ থেকে পুনর্নির্দেশিত)

বে-নজীর আহমদ[] (১৯০৩–১৯৮৩)[] ছিলেন একজন বাংলাদেশি কবি ও লেখক।[] বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

বে-নজীর আহমদ
ঢাকা-৬ আসনের
পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০৩-১০-২৯)২৯ অক্টোবর ১৯০৩
নারায়ণগঞ্জ জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১২ ফেব্রুয়ারি ১৯৮৩(1983-02-12) (বয়স ৭৯–৮০)
হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা
সমাধিস্থলশাহজাহানপুর, ঢাকা
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ
পেশাকবি, বিপ্লবী, রাজনীতিবিদ ও সাংবাদিক
পুরস্কারএকুশে পদক (১৯৭৯),
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪)

স্বাধীনতা আন্দোলন

সম্পাদনা

যুবক বয়সে আহমেদ বাংলাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে গ্রেফতার হন। তবে পদ্মা নদী দিয়ে তিনি পালাতে সক্ষম হয়েছিলেন।

লেখকজীবন

সম্পাদনা

পরবর্তী জীবনে তিনি লেখালেখি করেছেন। তিনি মূলত নজরুল ঘরানার লেখক ছিলেন। তার বিভিন্ন লেখা বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়।

কাব্যগ্রন্থ

সম্পাদনা
  • বন্দীর বাঁশী
  • বৈশাখী
  • জিন্দেগী
  • হেমন্তিকা

প্রবন্ধ মালা

সম্পাদনা
  • ইসলাম ও কমিউনিজম
  • বিপ্লব সাধনায় কামাল
  • ইকবাল-কাব্যে স্বদেশপ্রেম
  • নজরুলকে যেমন দেখিয়াছি ও জানিয়াছি
  • নজরুল সাহিত্যের পটভূমি
  • সাহিত্যে দুর্নীতি ও জাতীয় চরিত্রে তার প্রভাব
  • অক্রূর চন্দ্রের কাব্য সাধনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চাকলাদার, শফি (১ নভেম্বর ২০১৩)। "অসাধারণ কবি বে-নজীর আহমদ এবং আমার ছোট্ট স্মৃতি"দৈনিক সংগ্রাম। ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. মাহবুবুল হক (২০১২)। "আহমদ, বেনজীর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Bangla Sahitya (Bengali Literature), the intermediate level Bangladeshi national text book published in 1996 by all educational boards.