বেণুবনছায়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে একটি পরিকল্পিত সরোবর-উদ্যান। ২০১৩ কলকাতার সৌন্দর্যায়নের জন্য কলকাতা মহানগরীয় উন্নয়ন পর্ষদ এই উদ্যানটি গড়ে তোলে।[] এটি জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যান। এখানে নৌকাচালনা, শিকারা ভ্রমণ, মাছ ধরা, ট্রাম রেস্টুরেন্ট ও বসার ব্যবস্থা আছে। উদ্যানে দুটি সরোবর রয়েছে।

বেণুবনছায়া
উদ্যানের সরোবর
মানচিত্র
ধরনআরবান পার্ক
অবস্থানবৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা
খোলা হয়২০১৩; ১১ বছর আগে (2013)
পরিচালিতকলকাতা মহানগরীয় উন্নয়ন পর্ষদ
খোলাসারা বছর (সকাল ১০টা থেকে রাত্রি ৯টা)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "..::Kolkata Metropolitan Development Authority::.."kmdaonline.org। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫