বেঙ্গাই

পশ্চিমবঙ্গের হুগলী জেলার গোঘাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

বেঙ্গাই হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।

বেঙ্গাই
গ্রাম
বেঙ্গাই পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বেঙ্গাই
বেঙ্গাই
পশ্চিমবঙ্গ ও ভারতের মানচিত্রে বেঙ্গাই গ্রামের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৬′৪৫″ উত্তর ৮৭°৪১′১৯″ পূর্ব / ২২.৯৪৫৯৫° উত্তর ৮৭.৬৮৮৫° পূর্ব / 22.94595; 87.6885
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহুগলি
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৬৭৪
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
পিন৭১২৬১১
লিঙ্গানুপাত৯২২ /
লোকসভা কেন্দ্রআরামবাগ

ভূগোল সম্পাদনা

বেঙ্গাই গ্রামের স্থানাঙ্ক ২২°৫৬′৪৫″ উত্তর ৮৭°৪১′১৯″ পূর্ব / ২২.৯৪৫৯৫° উত্তর ৮৭.৬৮৮৫° পূর্ব / 22.94595; 87.6885

জনপরিসংখ্যান সম্পাদনা

২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, বেঙ্গাই গ্রামের মোট জনসংখ্যা ৪,৬৭৪। এর মধ্যে ২,৩৭৪ জন (৫১ শতাংশ) পুরুষ এবং ২,৩০০ জন (৪৯ শতাংশ) মহিলা। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ৪৬৮। বেঙ্গাই গ্রামের মোট সাক্ষর জনসংখ্যা ৩,৩১২ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৭৮.৭৪ শতাংশ)।[১]

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

১৯৫৯ সালে বেঙ্গাই গ্রামে অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় নামে একটি সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই কলেজটিতে বাংলা, ইংরেজি, সংস্কৃত, সাঁওতালি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, শারীরশিক্ষা, সংগীত, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও বাণিজ্য শিক্ষা দান করা হয়। এই কলেজে একটি ছাত্রাবাসও রয়েছে।[২] বেঙ্গাই গ্রামের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল বেঙ্গাই উচ্চ বিদ্যালয়, বেঙ্গাই বালিকা উচ্চ বিদ্যালয়, সুভাষনগর আইটিআই, শরৎ বিদ্যাপীঠ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন (বি.এড কলেজ) ও বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন (বি.এড কলেজ)। ১৯৫৮ সাল থেকে বেঙ্গাই উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে কৃষি শিক্ষা দেওয়া হয়ে থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2011 Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  2. "Aghorekamini Prakashchandra Mahavidyalaya"। AKPCM। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭