বৃহৎ সংখ্যার নামের তালিকা
ভারতীয় সংখ্যা পদ্ধতি অনুযায়ী বাংলা ভাষায় বৃহৎ সংখ্যা বোঝানোর জন্য হাজার (বা সহস্র), লাখ (বা লক্ষ) ও কোটি ব্যবহার করা হয়। বৃহত্তর সংখ্যা বোঝানোর জন্য "হাজার কোটি", "লাখ কোটি" ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন বাংলা অভিধানে অন্যান্য সংখ্যার জন্য বিশেষ নাম পাওয়া যায়।
বিভিন্ন ইউরোপীয় ভাষায় দুইরকম সংখ্যা পদ্ধতি প্রচলিত, লং ও শর্ট স্কেল। বেশিরভাগ ইংরেজি উপভাষায় শর্ট স্কেল পদ্ধতি প্রচলিত এবং ইংরেজি ব্যতীত অন্যান্য ইউরোপীয় ভাষায় লং স্কেল পদ্ধতি প্রচলিত। বাংলা ভাষায় শর্ট স্কেল পদ্ধতি মূলত বিদেশি মুদ্রায় ব্যবহার করা হয়, যেমন: US$ ২৭ বিলিয়ন।
অবশ্য লাখ কোটির থেকে বড় সংখ্যার নাম তেমন প্রচলিত নয়; সেরকম বড় সংখ্যা মূলত বৈজ্ঞানিক মহলে প্রচলিত যেখানে বৈজ্ঞানিক অঙ্কপাতন অনুযায়ী সংখ্যাকে ১০-এর ঘাত হিসাবে প্রকাশ করা হয়, যেমন: ১ মোল = ৬.০২২ × ১০২৩।
বিভিন্ন সংখ্যা পদ্ধতির তুলনা
সম্পাদনাবৈজ্ঞানিক অঙ্কপাতন |
ভারতীয় সংখ্যা পদ্ধতি | শর্ট স্কেল | লং স্কেল | মেট্রিক উপসর্গ | ||
---|---|---|---|---|---|---|
প্রচলিত নাম | বিকল্প নাম | উপসর্গ | প্রতীক | |||
১০৩ | হাজার | সহস্র | হাজার | হাজার | কিলো | k |
১০৪ | দশ হাজার | অযুত | দশ হাজার | দশ হাজার | ||
১০৫ | লাখ | লক্ষ | একশত হাজার | একশত হাজার | ||
১০৬ | দশ লাখ | নিযুত | মিলিয়ন | মিলিয়ন | মেগা | M |
১০৭ | কোটি | দশ মিলিয়ন | দশ মিলিয়ন | |||
১০৮ | দশ কোটি | অর্বুদ | একশত মিলিয়ন | একশত মিলিয়ন | ||
১০৯ | একশত কোটি | মহার্বুদ, বৃন্দ, অব্জ | বিলিয়ন | হাজার মিলিয়ন | গিগা | G |
১০১০ | হাজার কোটি | খর্ব | দশ বিলিয়ন | দশ হাজার মিলিয়ন | ||
১০১১ | দশ হাজার কোটি | নিখর্ব | একশত বিলিয়ন | একশত হাজার মিলিয়ন | ||
১০১২ | লাখ কোটি | শঙ্খ | ট্রিলিয়ন | বিলিয়ন | টেরা | T |
১০১৩ | দশ লাখ কোটি | মহাশঙ্খ, পদ্ম | দশ ট্রিলিয়ন | দশ বিলিয়ন | ||
১০১৪ | একশত লাখ কোটি | মহাপদ্ম, জলধি | একশত ট্রিলিয়ন | একশত বিলিয়ন | ||
১০১৫ | হাজার লাখ কোটি | অন্ত্য | কোয়াড্রিলিয়ন | হাজার বিলিয়ন | পেটা | P |
১০১৬ | দশ হাজার লাখ কোটি | মধ্য | দশ কোয়াড্রিলিয়ন | দশ হাজার বিলিয়ন | ||
১০১৭ | শত হাজার লাখ কোটি | পরার্ধ | একশত কোয়াড্রিলিয়ন | একশত হাজার বিলিয়ন | ||
১০১৮ | কুইন্টিলিয়ন | ট্রিলিয়ন | এক্সা | E | ||
১০২১ | সেক্সটিলিয়ন | হাজার ট্রিলিয়ন | জেটা | Z | ||
১০২৪ | সেপ্টিলিয়ন | কোয়াড্রিলিয়ন | ইয়টা | Y | ||
১০২৭ | অক্টিলিয়ন | হাজার কোয়াড্রিলিয়ন | রনা | R | ||
১০৩০ | ননিলিয়ন | কুইন্টিলিয়ন | কুয়েটা | Q | ||
১০৩৩ | ডেসিলিয়ন | হাজার কুইন্টিলিয়ন |
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউৎস
সম্পাদনা- দাস, জ্ঞানেন্দ্রমোহন (১৯৩৭)। "বাঙ্গালা ভাষার অভিধান"। dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯।
- বিশ্বাস, শৈলেন্দ্র (২০০৪)। "সংসদ বাংলা অভিধান"। dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯।
- "অভিগম্য অভিধান"। accessibledictionary.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯।