বোরকা অ্যাভেঞ্জার হল একটি একাধিক পুরস্কার বিজয়ী একটি পাকিস্তানি টেলিভিশন সিরিজ।[][] সিরিজটির ধারণা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন পাকিস্তানের খ্যাতিমান রক গায়ক ও সমাজকর্মী আরন হারন রশিদ ওরফে হারুন। সিরিজটি প্রস্তুত করেছে ইসলামাবাদের ইউনিকর্ন ব্ল্যাক স্টুডিওজ এবং বর্তমানে এটি জিও নেটওয়ার্ক টিভির চ্যানেল জিও তেজ এ সম্প্রচারিত হচ্ছে। সিরিজটির প্রধান চরিত্র জিয়া যিনি একদিকে একজন উদ্যমী স্কুল শিক্ষিকা, অন্যদিকে অন্তরালে একজন বোরখা পরিহিতা অতিমানবী বা সুপারহিরোঈন।[] জিয়া তখত কাবাড্ডি নামক এক বিশেষ মার্শাল আর্টে পারদর্শী। এই কারাতে কৌশলের সাহায্যে এবং বই ও কলমের মাধ্যমে তিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে। পিবডি এওয়ার্ডের ভাষ্যমতে, চটপটে রঙ্গীন ও উদ্যমী এই পাকিস্তানি টেলিভিশন প্রোগ্রামটি এমন এক সুপারহিরোঈন বা অতিমানবীকে নিয়ে নির্মিত, যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি স্পষ্ট বার্তা প্রদান করে এবং যার একটি পূর্ণ প্রজন্মকে প্রভাবিত করার আদর্শ বৈশিষ্ট রয়েছে। উর্দু ভাষার এই কার্টুনটি ২০১৩ সালের ১৮ই জুলাই প্রচারিত হয়।[]

বুরকা এভেঞ্জার
একটি প্রচারমূলক পোস্টার
ধরনএ্যাকশন/কমেডী
সুপারহিরো
শিক্ষনীয়
নির্মাতাহারুন
লেখকআদী আব্দুর রব
পরিচালকহারুন
উজাইর জহির খান
সৃজনশীল পরিচালকইউসুফ ইজাজ
কণ্ঠ প্রদানকারীএইনি জাফরী
হামজা আলী আব্বাসী
আনাম জাইদী
আমজাদ চৌধুরী
সারা রুহাব
আবহ সঙ্গীত রচয়িতাহারুন
আহমেদ আলী
মূল দেশপাকিস্তান
মূল ভাষাউর্দু
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৩
নির্মাণ
প্রযোজকইউনিকর্ন ব্লাক
ব্যাপ্তিকাল২২ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কজিও তেজ
মূল মুক্তির তারিখ২৮ জুলাই ২০১৩ (2013-07-28)
বহিঃসংযোগ
অফিসিয়াল ওয়েবসাইট
নির্মাণ ওয়েবসাইট

পটভূমি

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

প্রাপ্তি

সম্পাদনা

সমালোচনা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪ 
  2. http://www.peabodyawards.com/award-profile/burka-avenger-geo-tez
  3. http://burkaavenger.com/

বহিসংযোগ

সম্পাদনা