বুমবুরেত উপত্যকা
বুমবুরেত (কালাশা: মুমুরেত, উর্দু: وادی پمپوریت) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার কালাশা দেশের বৃহত্তম উপত্যকা।
বুমবুরেত وادی بمبوریت | |
---|---|
উপত্যকা | |
স্থানাঙ্ক: ৩৫°৪২′২″ উত্তর ৭১°৪১′৩০″ পূর্ব / ৩৫.৭০০৫৬° উত্তর ৭১.৬৯১৬৭° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
রাজ্য | খাইবার পাখতুনখোয়া |
জেলা | চিত্রাল জেলা |
উচ্চতা | ১,১০০ মিটার (৩,৬০০ ফুট) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
বু্মবুরেত উপত্যকা রুম্বুর উপত্যকার সাথে ৩৫°৪৪′২০″ উত্তর ৭১°৪৩′৪০″ পূর্ব / ৩৫.৭৩৮৮৯° উত্তর ৭১.৭২৭৭৮° পূর্ব ১,৬৪০ মিটার (৫,৩৮০ ফু) মিলিত হয় এবং তারপরে আয়ুন গ্রামের কুনার উপত্যকার সাথে (৩৫°৪২′৫২″ উত্তর ৭১°৪৬′৪০″ পূর্ব / ৩৫.৭১৪৪৪° উত্তর ৭১.৭৭৭৭৮° পূর্ব ১৪০০ মিটার (৪,৬০০ ফুট), চিত্রালের প্রায় ২০ কিলোমিটার (১২ মা) দক্ষিণে (নিচে)। পশ্চিমে উপত্যকাটি প্রায় ৪,৫০০ মিটার (১৪,৮০০ ফু) আফগানিস্তানের নূরস্তান প্রদেশের সাথে সংযুক্ত হয়ে একটি গিরিপথে উন্নীত হয়েছে। উপত্যকায় কালাস মানুষ বাস করে এবং এটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।[১] তবে তাদের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। ২০১৯ সালের হিসাবে, উপত্যকায় কেবল ৩৭ টি পরিবার বিদ্যমান ছিল যা এখনও ঐতিহ্যবাহী প্রথাগুলো অনুসরণ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ TP (২০১৭-০৮-১৫)। "Bumburet Valley"। Today Pakistan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]