বুফিস পলিয়ানী

উভচর প্রাণীর প্রজাতি

বুফিস পলিয়ানি (English: Boophis pauliani) মেন্টেলিডে গোত্রের ব্যাঙের একটি প্রজাতি। এই প্রজাতিকে মাদাগাস্কারের বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের প্রাকৃতিক আবাসস্থল মূলত উপট্রোপিক বা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি বনাঞ্চল, নদী, মৎস্যচাষের আবাসস্থল, আবাদি জমি, চারণভূমি এবং ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত প্রাক্তন বনভূমিতে। বর্তমানে এদের আবাসস্থল হুমকির মুখে।

বুফিস পলিয়ানী
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিম্যালিয়া
পর্ব: কর্ডাটা
শ্রেণী: অ্যাম্ফিবিয়া
বর্গ: অনুরা
পরিবার: মেন্টেলিডে
গণ: বুফিস
প্রজাতি: বু. পলিয়ানী
দ্বিপদী নাম
বুফিস পলিয়ানী
(Guibé, 1953)

উৎস সম্পাদনা