বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়
বুনাগাতী ডিগ্রী কলেজ (ইংরেজি: Bunagati Degree College) বাংলাদেশের মাগুরা জেলার একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি ডিগ্রী কলেজ।
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭৩ |
অধ্যক্ষ | মোঃ আকরাম খান |
শিক্ষার্থী | ৭০০ |
অবস্থান | বুনাগাতী বাজার ২৩°১৮′৪২″ উত্তর ৮৯°২৫′২১″ পূর্ব / ২৩.৩১১৫৬৬° উত্তর ৮৯.৪২২৩৮১° পূর্ব |
ভাষা | বাংলা |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
ওয়েবসাইট | http://bunagatidegreecollege.com |
![]() |
অবস্থানসম্পাদনা
বুনাগাতী ডিগ্রী কলেজ মাগুরা জেলার শালিখা থানার বুনাগাতী বাজারে অবস্থিত। চিত্রা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে।
প্রতিষ্ঠার ইতিহাসসম্পাদনা
এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
শিক্ষা কার্যক্রমসম্পাদনা
উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান,মানবিক এবং বাণিজ্য বিভাগ চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি কোর্স চালু আছে। বর্তমানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্য প্রায় ৭০০ শিক্ষক রয়েছেন ৩৪ জন।