বুধরাইল
বুধরাইল বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দক্ষিণ-পূর্ব প্রান্তে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। সিলেট শহর থেকে মাত্র ৫০ মিনিট এবং সুনামগঞ্জ থেকে গ্রামটি প্রায় ২ ঘন্টার দূরত্বে অবস্থিত।
বুধরাইল | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৪′৩৫″ উত্তর ৯১°৩৫′৪৬″ পূর্ব / ২৪.৭৪৩০১১° উত্তর ৯১.৫৯৬১০৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট |
জেলা | সুনামগঞ্জ |
উপজেলা | জগন্নাথপুর |
ইউনিয়ন | ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া |
আয়তন | |
• মোট | ২.৮৫ বর্গকিমি (১.১০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,২৮১ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
পোস্ট কোড | ৩০৬১ |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাবুধরাইল গ্রাম দক্ষিণ সুনামগঞ্জে রত্না নদীর তীরে অবস্থিত। গ্রামের মোট আয়তন প্রায় ১.১৩৫ বর্গকিলোমিটার। বুধরাইল গ্রামের উত্তরে সৈয়দপুর, দক্ষিণে ইসলামপুর ও অনুচন্দ, পূর্বে সনাতনপুর ও শাহারপাড়া এবং পশ্চিমে মোরাদাবাদ, সৈয়দপুর ও তেঘরীয়া অবস্থিত।[১]
শিক্ষা
সম্পাদনাবুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৭৯৫ বা তারও আগে প্রতিষ্ঠিত হয়। এছাড়া গ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দারুল উলুম মোরাদাবাদ এবং বুধরাইল মাদরাসা।
অন্যান্য প্রতিষ্ঠান
সম্পাদনাগ্রামের মুসলমান ধর্মসম্প্রদায়ের জন্য বুধরাইল জামে মসজিদ, উত্তর বুধরাইল জামে মসজিদ নামে দুইটি মসজিদ গড়ে উঠেছে। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য ১৯৩০ এর দশকে বুধরাইলে সরকারি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
চিত্রশালা
সম্পাদনা-
বুধরাইল কবরস্থান
-
বুধরাইল সরকারি স্বাস্থ্য কেন্দ্র
-
বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা (পিটি) কার্যক্রম
-
বুধরাইল জামে মসজিদ
-
উত্তর বুধরাইল জামে মসজিদ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ, জাতীয় তথ্য বাতায়ন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার. syedpurshaharparaup.sunamganj.gov.bd. Retrieved on 06-02-2017.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |