বুদ্ধ পদচিহ্ন

গৌতম বুদ্ধের পদচিহ্ন

বুদ্ধ পদচিহ্ন বা বুদ্ধপদ হলো গৌতম বুদ্ধের পায়ের ছাপের মতো আকৃতির বৌদ্ধ মূর্তি। বুদ্ধপদের দুটি রূপ রয়েছে: প্রাকৃতিক, যেমন পাথর বা শিলায় পাওয়া যায় এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়।[১]:৩০১

বুদ্ধ পদচিহ্নের কিছু চিত্র ও নমুনা
বুদ্ধের পদচিহ্নের চিত্র
ধর্মচক্রত্রিরত্ন সহ বুদ্ধের পদচিহ্ন, ১ম শতাব্দী, গান্ধার
বুদ্ধপদ, মুক্তা ও কাচের মা দিয়ে সজ্জিত সেগুন কাঠ
সীমা মলাকা মন্দিরের প্রবেশ পথে বুদ্ধের পদচিহ্ন

অনেক "প্রাকৃতিক"কে বুদ্ধের প্রকৃত পদচিহ্ন নয়, বরং তাদের প্রতিরূপ বা উপস্থাপনা বলে স্বীকার করা হয়েছে, যেটিকে চেতিয় ও বুদ্ধের আদি প্রতিকৃতিহীন  ও প্রতীকী উপস্থাপনা হিসেবে বিবেচনা করা যেতে পারে।[২]:৮৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Stratton, Carol (২০০৩)। Buddhist Sculpture of Northern Thailand। Serindia Publications। আইএসবিএন 1-932476-09-1 
  2. Strong, John S. (২০০৪)। Relics of the Buddha (Buddhisms: A Princeton University Press Series)Princeton University Pressআইএসবিএন 0-691-11764-0 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা