বুকপকেটে জোনাকি পোকা
হুমায়ুন আজাদ রচিত কিশোর সাহিত্য
বুক পকেটে জোনাকি পোকা হচ্ছে ১৯৯৩ সালে প্রকাশিত হুমায়ুন আজাদ লিখিত একটি কিশোর সাহিত্য।
![]() | |
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | কিশোর জীবন |
ধরন | কিশোর সাহিত্য |
প্রকাশিত | ১৯৯৩ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
আইএসবিএন | ৯৭৮৯৮৪০৪১৬৬৪৬ |
বইয়ের প্রবন্ধসমূহ
সম্পাদনা- একফোটা চোখের জলের মতো শহীদ মিনার
- যে পুস্তক পাঠ করলে
- শব্দ বানাই
- এসো কবিতা পড়ি
- ওর নাম মেয়ে
- উটের গ্রীবার মতো
- এসো কবিতা লিখি
- এক পয়সার বাঁশি
- লাল নীল ছড়া
- বুকপকেটে জোনাকিপোকাঃ শব্দগুলো
- ছোটো ছোটো পাখি মিষ্টি মিষ্টি স্বপ্ন
- শব্দ থেকে কবিতা
- স্বাধীনতার কথা কেন আমাদের এতো বেশি মনে পড়ে
- স্মিতা মণি ও তার স্মিত হাসি
বইয়ের কবিতাসমূহ
সম্পাদনা- কখনো আমি
- শুভেচ্ছা স্মিতাকে
- স্বপ্ন, অনন্যকে
- ধুয়ে দিলো মৌলীর জামাটা
- ফাগুন মাস, মৌলীকে
- দোকানি, মৌলীর জন্য
- ইঁদুরের লেজ
- স্বপ্নের ভুবনে
বইয়ের গল্পসমূহ
সম্পাদনা- মহৎ কৃপণের কাহিনী
- টাকা দিন
- গাড়লস্তানে এক বিকেল