বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
![]() | |
বীরগঞ্জ,দিনাজপুর-৫২২০ | |
তথ্য | |
ধরন | সরকারি উচ্চ বিদ্যালয় |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
বন্ধ | বিকাল ৪ টা |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | দিনাজপুর |
সেশন | জানুয়ারি–ডিসেম্বর |
প্রধান শিক্ষক | বিদ্যুৎ কুমার কবিরাজ(২০১৯- বর্তমান) |
শিক্ষকমণ্ডলী | ১৫ |
শ্রেণী | ষষ্ঠ-দশম |
লিঙ্গ | ছেলে |
শিক্ষার্থী সংখ্যা | ৬০০ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ২.৫৬ একর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন |
EIIN | ১২০০৩৪ |
ওয়েবসাইট | http://bpghs.edu.bd |
ইতিহাস সম্পাদনা
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৬২ সালে স্থাপিত হয়।[১]
অবকাঠামো সম্পাদনা
মূল ক্যাম্পাসটি ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত। আরও ২ একর ৩৮ শতকের মধ্যে রয়েছে বাগান। এ বিদ্যালয় থেকে বিশ্ব ঐতিহ্য কান্তজিউ মন্দির মাত্র ৫ কিঃ মিঃ দূরে এবং দর্শণীয় পিকনিক স্পট শিংড়া ফরেষ্ট ৮ কিঃ মিঃ দূরে।
অর্জন সম্পাদনা
বিদ্যালয়টি ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯, প্রকল্প উপস্থাপনায় ৩য় ও বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে। এছাড়া ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯, প্রকল্প উপস্থাপনায় ১ম, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম স্থান অধিকার করে।[২][৩][৪]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ webdesk@somoynews.tv। "বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০।
- ↑ hrsoftbd। "বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা"। dinajpurnews24.com। ২০২২-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০।
- ↑ "বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুুষ্ঠান অনুষ্ঠিত" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২৬। ২০২০-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০।
- ↑ "বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত"। Odhikar। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০।