বিহারীনাথ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
বিহারীনাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের চৌত্রিশতম রাজা ছিলেন।
বিহারীনাথ শেখর | |
---|---|
পঞ্চকোট রাজ্যের রাজা | |
রাজত্ব | ৯৬৬ |
পূর্বসূরি | অভয়নাথ শেখর |
উত্তরসূরি | ত্রিলোচন শেখর |
রাজবংশ | শেখর রাজবংশ |
পিতা | অভয়নাথ শেখর |
সংক্ষিপ্ত পরিচিতি
সম্পাদনাবিহারীনাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের তেত্রিশতম রাজা অভয়নাথ শেখরের মধ্যম পুত্র ছিলেন। পিতার মৃত্যুর কিছুকাল পূর্বে তার জ্যেষ্ঠ ভ্রাতা ত্রিলোচন শেখরের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিলে ৯৬৬ খ্রিষ্টাব্দে বিহারীনাথ শেখর সিংহাসনে আরোহণ করেন, কিন্তু সিংহাসনলাভের মাত্র দুই মাসের মধ্যেই তার মৃত্যু হয়।[১]:৩৫
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১।
বিহারীনাথ শেখর
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী অভয়নাথ শেখর |
পঞ্চকোট রাজ্যের রাজা ৯৬৬ |
উত্তরসূরী ত্রিলোচন শেখর |