বিষয়শ্রেণী আলোচনা:সামুদ্রিক প্রণালী

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "উপবিষয়শ্রেণীতে যোগ করা উচিত" অনুচ্ছেদে

উপবিষয়শ্রেণীতে যোগ করা উচিত সম্পাদনা

@Kamrul Hasan 20: ভাই, সকল সামুদ্রিক প্রণালী এই বিষয়শ্রেণীতে যোগ করা উচিত নয়। বরং এগুলি দেশ/মহাদেশের বিষয়শ্রেণীতে যোগ করা উচিত। উদা: বিগ্‌ল প্রণালী নিবন্ধে কেবল বিষয়শ্রেণী:চিলির সমুদ্রপ্রণালী যোগ করা উচিত।

ফলে বিষয়শ্রেণীকরণ এমন হবে: বিগ্‌ল প্রণালী --> বিষয়শ্রেণী:চিলির সমুদ্রপ্রণালী --> বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী সামুদ্রিক প্রণালী --> বিষয়শ্রেণী:সামুদ্রিক প্রণালী -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৪, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: সেটাতো নিশ্চই সামুদ্রিক প্রণালী বিষয়শ্রেণীর অন্তর্ভুক তালিকা।সে হিসেবে তো ঠিক আছে।দেশ অনুযায়ী বিষয়শ্রেণীতে নাহয় দেওয়া যাবে।Kamrul Hasan 20 (আলাপ) ২০:০৬, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Kamrul Hasan 20: বিগ্‌ল প্রণালী এই সামুদ্রিক প্রণালীর আওতাভুক্ত তা ঠিক আছে। কিন্তু আওতাভুক্ত বলেই সব কিছু এই পিতৃ/মাতৃ/মূল বিষয়শ্রেণীতে যোগ করা উচিত নয়। এগুলি দেশ/মহাদেশ অনুযায়ী ভাগ করা উচিত। বিগ্‌ল প্রণালী নিবন্ধে বিষয়শ্রেণী:চিলির সমুদ্রপ্রণালী যোগ করলেই যথেষ্ট। বিষয়শ্রেণী:সামুদ্রিক প্রণালী যোগ করার দরকার নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১২, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, মূল বিষয়শ্রেণীতে প্রাণালীগুলা দেওয়া থাকলে পঠকগণ একসাথেই সবগুলো দেখে ফেলতে পারবেন।তবে শুধু দেশের বিষয়শ্রেণীতে থাকলে তো স্বল্প করে থকবে কারন প্রণালী কোন দেশে থাকলে বেশিরভাগই সর্বোচ্চ ২-৩টার মতো থাকে।Kamrul Hasan 20 (আলাপ) ২০:২৪, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Kamrul Hasan 20: না ভাই, বিষয়শ্রেণীকরণ এভাবে করা হয় না। আমি যেভাবে বলেছি তা অনুসরণ করার অনুরোধ করছি। না শুনলে, পরে এগুলি ঠিক করার জন্য আপনি আমার বা অন্য কারো কাজ বাড়াবেন আরকি! --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৮, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: আচ্ছা ঠিক আছে ভাই।পরে আমি ঠিক করে ফেলব।তবে ভাই বিষয়শ্রেণী:ভূগোল এ তো এরকম অনেক নিবন্ধ আছে মূল বিষয়শ্রেণীতে, সেগুলার কি হবে?/সেগুলা থাকা কি উচিত?Kamrul Hasan 20 (আলাপ) ২০:৩৫, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Kamrul Hasan 20: বিষয়শ্রেণী:ভূগোলে মূল ভূগোল সম্পর্কিতগুলি রেখে বাকিগুলি উপশ্রেণিতে নেওয়া উচিত। যেমন: অ্যান্টার্কটিকায় বসতি স্থাপন, অ্যান্টার্কটিকার ভূগোল, তিকিনা প্রণালী, আন্তর্জাতিক দূরালাপনি সংযোগ নম্বর, নিকারাগুয়া হ্রদ, ভ্লাদিমির কোপেন এগুলি বিষয়শ্রেণী:ভূগোলে থাকা উচিত নয়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৪, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"সামুদ্রিক প্রণালী" পাতায় ফেরত যান।