বিষয়শ্রেণী আলোচনা:মূল বিষয়ের নিবন্ধ

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১ বছর পূর্বে "প্রয়োজনীয়তা?" অনুচ্ছেদে

প্রয়োজনীয়তা? সম্পাদনা

@Zaheen ভাই, এই বিষয়শ্রেণীটি বাংলা উইকিতে দরকার আছে কী কিংবা দরকার থাকলেও সব নিবন্ধে যোগের দরকার আছে কী? কেননা কথার কথা, এই বিষয়শ্রেণীটি বাংলাদেশ নিবন্ধেও যোগ করা যায়। একইভাবে হাজার নিবন্ধে এই বিষয়শ্রেণীতে যোগ করা যেতে পারে।

আপনি ইংরেজি উইকিতে এই বিষয়শ্রেণীর বিবরণটুকু দেখুন। তারা ৩৯টি প্রসঙ্গ বেছে নিয়েছে ও তাতে ৩৯টি নিবন্ধের বেশি নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা বংলা উইকিতে এই রকম প্রসঙ্গ না বেছে গণহারে সব বিষয় যোগ করছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৬, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান, প্রথমে ধন্যবাদ। এই ব্যাপারটা আলোচনা করা দরকার ছিল। আমি একে একে উত্তর দেই।
১) "বাংলা উইকিতে দরকার আছে কি?" : দরকার আছে, আবার নেইও, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যেহেতু ইংরেজি উইকিতে ও অন্যান্য উইকিতে আছে, তাই বাংলা উইকিতেও থাকতে পারে। সেই দিক থেকে চিন্তা করলে দরকার আছে। আর কারও যদি মনে হয় মূল বা "কোর" বিষয়ের নিবন্ধ নিয়ে কোনও বিষয়শ্রেণী থাকার দরকার নেই, তাহলে নেই। আমার মতে থাকলে সমস্যা নেই। পাঠক এই বিষয়শ্রেণীতে আসলে একটা বিশ্বকোষের জ্ঞানভাণ্ডারের "কোর" বা মজ্জায় যে নিবন্ধগুলি আছে, সেগুলি এক জায়গায় তালিকা আকারে দেখার সুযোগ পাবে। সেই দিক থেকে দেখলে দরকার আছে।
২) "দরকার থাকলেও সব নিবন্ধে যোগের দরকার আছে কি?": যদি ধরে নেই, দরকার আছে, তাহলে না, অবশ্যই বাছবিচারহীনভাবে যেকোনও নিবন্ধ এই বিষয়শ্রেণীতে আনা যাবে না। একটি বিশ্বকোষের একেবারে মূল মজ্জায় বা কেন্দ্রে যে নিবন্ধগুলি থাকা উচিত, সেগুলি এই বিষয়শ্রেণীতে থাকতে পারে, এই আমার মত।
৩) ইংরেজি উইকিতে তারা তাদের নিজস্ব মানদণ্ড ব্যবহার করেছে। তাদের মানদণ্ড হল "প্রধান বিষয়শ্রেণী"-র অধীনে যে ৩৯টি বিষয়শ্রেণী আছে, ঠিক সেই ৩৯টি বিষয়শ্রেণীর সাথে সংশ্লিষ্ট নিবন্ধগুলিই "মূল বিষয়ের নিবন্ধ" বিষয়শ্রেণীতে থাকবে, একটিও কমবেশি থাকতে পারবে না। এটা তাদের মানদণ্ড, নিশ্চয়ই তাদের যুক্তি আছে, যদিও সেটা আমি ঘেঁটে দেখিনি। তবে আমার মতে কোনও বিশ্বকোষের মূল বিষয় বা মূল প্রসঙ্গ কেবলমাত্র এই ৩৯টি ধারণায় সীমাবদ্ধ নয়। তাই আমি তাদের মানদণ্ডের সাথে সম্পূর্ণ একমত নই। আমি তাদের মানদণ্ডের সাথে নিজস্ব কিছু মানদণ্ড যোগ করেছি। ব্যাখ্যা নিচে দিচ্ছি।
৪) "আমার মনে হচ্ছে আমরা বংলা উইকিতে এই রকম প্রসঙ্গ না বেছে গণহারে সব বিষয় যোগ করছি": না, আমি এ পর্যন্ত গণহারে কিছু যোগ করিনি। চিন্তাভাবনা করে যোগ করেছি। আমার মানদণ্ড এ পর্যন্ত এরকম: ১) আমি ইংরেজি উইকির ৩৯টা মূল প্রসঙ্গ/বিষয় যোগ করেছি। ২) তারপর ভাইটাল আর্টিকল অর্থাৎ আবশ্যকীয় নিবন্ধের ১ম ও ২য় স্তরের মোটামুটি সব অর্থাৎ মোটামুটি ১০০-র মতো যোগ করেছি (যার মধ্যে ৩৯টার অনেকগুলি ইতিমধ্যেই ছিল)। তবে আবশ্যকীয় ৩য় স্তর অনেক বড়, ১০০০ নিবন্ধ, তাই সেগুলি যোগ করিনি। অর্থাৎ ১ হাজার নিবন্ধ যোগ করা অনুচিত মনে করেছি। ৩) এর পরে আর মাত্র শখানেক যোগ করেছি, যেগুলিকে দেশকাল স্থানপাত্র নির্বিশেষে সার্বজনীনভাবে একটি বিশ্বকোষের জন্য গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় বা মজ্জা হিসেবে বিবেচনা করেছি। যেমন প্রতিটি মৌলিক বিষয় ও সেগুলির সাথে সংশ্লিষ্ট মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের (অর্থাৎ বিশ্বের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেগুলি পড়ানো হয়) প্রধান প্রধান শাস্ত্রগুলি যোগ করেছি। যেমন ধরুন জীবন-জীববিজ্ঞান, সমাজ-সমাজবিজ্ঞান, মানুষ-নৃবিজ্ঞান, সরকার-রাজনীতি-রাষ্ট্র থেকে রাষ্ট্রবিজ্ঞান, এরকম। কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ না মনে করলে মাত্রাতিরিক্ত কোনও উপশাস্ত্র যোগ করিনি; যেমন বংশাণু-বংশাণুবিজ্ঞান ও প্রাণরসায়ন বর্তমানে অতীব গুরুত্বপূর্ণ স্বতন্ত্র বিষয়, কিন্তু একই সাথে জীববিজ্ঞানের অংশ, তারপরেও বর্তমান শতাব্দীতে ক্রমবর্ধমান গুরুত্বের জন্য আলাদা গুরুত্ব দিয়ে মূল বিষয়ে রেখেছি। আবার গণিত অত্যন্ত ব্যাপক একটা বিষয়, তাই ঠিক তার এক স্তর নিচের চারটা নিবন্ধ জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত ও ক্যালকুলাস যোগ করেছি (হয়ত ত্রিকোণমিতিও যোগ করা যেতে পারে, কিন্তু এর বেশি না) ৪) কোনও নির্দিষ্ট পদার্থ, ব্যক্তি, অঞ্চল, দেশ, মহাদেশ, মহাসাগর, ইত্যাদির উপর কোনও নিবন্ধ যোগ করিনি, কেননা আমার মতে সেটা বেশি নির্দিষ্ট হয়ে যায়। তাই বাংলাদেশ, ভারত, এশিয়া, ঢাকা, কলকাতা, নিউ ইয়র্ক, কোনও বিখ্যাত ব্যক্তির নাম, ইত্যাদি এখানে যোগ করিনি। ৫) মানুষের দৈনন্দিন জীবনধারণের সাথে সম্পর্কিত একেবারে মূল বিষয়গুলি যেমন মৌলিক কর্মকাণ্ড ও অধিকারগুলির বিষয়ে যে নিবন্ধগুলি আছে, সেগুলি যোগ করেছি, যেমন খাদ্য, বস্ত্র, গৃহ, কর্ম, নিরাপত্তা, অর্থ, পরিবার, বন্ধুত্ব, ইত্যাদি। একই দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট মৌলিক পদার্থ হলেও অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন যোগ করেছি, পানিও যোগ করেছি, কারণ এগুলি হল জীবনের ভিত্তি।
মোটামুটি আমার মানদণ্ড ছিল এই। অল্প কথায় এটা ইংরেজি উইকির মানদণ্ড ও আবশ্যকীয় ১ম ও ২য় স্তরের নিবন্ধের সমবায়ের একটি স্বল্পবর্ধিত সংস্করণ। আমার মতে এই মানদণ্ড অনুযায়ী এখানে বর্তমানে যে ২০০টার মতো নিবন্ধ আছে, এর বাইরে আর খুব বেশি নিবন্ধ যোগ করার সুযোগ নেই। হয়ত আর মাত্র গোটা দশেক বা বিশেক যোগ করার সম্ভাবনা আছে (যেমন প্রাণী--> প্রাণীবিজ্ঞান; উদ্ভিদ--> উদ্ভিদবিজ্ঞান; অণুজীব--> অণুজীববিজ্ঞান যোগ করা যায়)। যদি আমার অন্তর্ভুক্তির মানদণ্ড পছন্দ না হয়, তাহলে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি কী মানদণ্ড দিয়ে যোগ করেছি, তা এখানে মোটামুটি পরিস্কার করে উপরে দিয়ে দিয়েছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৮, ৩১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"মূল বিষয়ের নিবন্ধ" পাতায় ফেরত যান।