বিষয়শ্রেণী আলোচনা:ভাইরাসঘটিত রোগ

সাম্প্রতিক মন্তব্য: Kupulak কর্তৃক ৪ বছর পূর্বে "পাতার নাম পরিবর্তন অনুরোধ" অনুচ্ছেদে

পাতার নাম পরিবর্তন অনুরোধ

সম্পাদনা

@আফতাবুজ্জামান: এই বিষয়শ্রেণীর নাম হওয়া দরকার ভাইরাসজনিত রোগ। কেননা ভাইরাসঘটিত কথাটা অপ্রচলিত।  কুউ  পুলক  ১৩:২০, ২৪ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Kupulak: বাংলা একাডেমীর অভিধানে bacterial-এর বাংলা ব্যাক্টেরিয়াঘটিত ও viral-এর বাংলা ভাইরাসঘটিত রাখায় এমনটি রাখা হয়েছে। আপনি ঠিক বলেছেন যে প্রচলনের ক্ষেত্রে ভাইরাসজনিত বেশি প্রচলিত তবে, যে-কোনো একটি কাঠামোতে আমাদের আসা দরকার, সেটি আলোচনা করে ঠিক করা দরকার। কিছু ঘটিত ও কিছু জনিত থাকা উচিত উচিত হবে না, সেক্ষেত্রে অসামঞ্জস্য ছাড়াও কিছুদিন পরপর পরিবর্তন করতে হবে। তাই আলোচনা চলুক। ভেবে সিদ্ধান্ত নেওয়া দরকার। — তানভির১৩:৩৭, ২৪ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir: আপনাকে ধন্যবাদ। সত্যিই আলোচনা দরকার।  কুউ  পুলক  ১৫:৩৭, ২৪ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ভাইরাসঘটিত রোগ" পাতায় ফেরত যান।