বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ১০ বছর পূর্বে "এই বিষয়শ্রেণীর নিবন্ধ প্রসঙ্গে" অনুচ্ছেদে

এই বিষয়শ্রেণীর নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

এই বিষয়শ্রেণীতে নিবন্ধ তালিকাভুক্ত করার ভিত্তি হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' বলতে আমি মনে করি ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা। বাংলাদেশের মাত্র তিনটি স্থান এই তালিকায় রয়েছ, ১.সুন্দরবন, ২. পাহারপুর, এবং ৩. বাগেরহার শহর। কিন্তু এই তিনটির কোনোটিই এই বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। সমাধান কি হতে পরে? --নাসির খান সৈকতআলাপ ২০:০৬, ৬ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এই পাতাটিকে 'বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান' নামকরণ করে বর্তমান যে স্থান গুলোর নাম রয়েছে সেগুলো রাখা যায়। আর ইউনেস্কো ঘোষিত বাংলাদেশি যে ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার জন্য নতুন করে 'বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' নামে একটি পাতা খোলা যেতে পারে যেখানে সুন্দরবন, পাহাড়পুর ও বাগেরহাট শহরের নাম থাকবে।--Hopeoflight (আলাপ) ২০:২৪, ৬ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
না এটি ইউনেস্কো ঘোষিত শুধুমাত্র বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা হবে। অন্যান্য স্থানগুলোকে বাংলাদেশের দর্শনীয় স্থান বা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান নামে বিষয়শ্রেণীতে সরিয়ে নেওয়া হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৯, ৭ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন &   করা হয়েছে যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৪:৫৬, ৭ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান" পাতায় ফেরত যান।