বিষয়শ্রেণী:আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠান এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান যার প্রধান সম্পদ হল অর্থ, স্টক, বন্ড এবং ঋণ। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে দৃশ্যমান সম্পদ যেমন দালান, যন্ত্রপাতি ও মজুত পণ্যছাড়া কেবল মাত্র আর্থিক সম্পদ যেমন শেয়ার, ঋণপত্র ও অন্যান্য আর্থিক সম্পদ নিয়ে মুনাফা লাভের উদ্দ্যশ্যে যে প্রতিষ্ঠান গড়ে উঠে তাকেই আর্থিক প্রতিষ্ঠান বলে।

উপবিষয়শ্রেণীসমূহ

এই বিষয়শ্রেণীতে কেবলমাত্র নিচের উপবিষয়শ্রেণীটি আছে।