বিশ্ব পরিসংখ্যান দিবস

আন্তর্জাতিক উদ্‌যাপন দিবস

বিশ্ব পরিসংখ্যান দিবস হলো পরিসংখ্যান উদযাপনের একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ-এর পরিসংখ্যান কমিশন সর্বপ্রথম এই দিনটির সূচনা করে।[১] এটি সর্বপ্রথম ২০১০ সালের ২০ অক্টোবর পালিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়।[২]

বিশ্ব পরিসংখ্যান দিবস
তারিখ২০ অক্টোবর ২০১০; ২০১৫; ২০২০
সংঘটনপাঁচ বছর অন্তর

২০১০ সালে বিশ্বের ১০৩টি দেশ জাতীয় পরিসংখ্যান দিবস পালন করে। এই দেশগুলির মধ্যে ৫১টি আফ্রিকান দেশ প্রতি বছর ১৮ নভেম্বর দিনটি যৌথভাবে আফ্রিকান পরিসংখ্যান দিবস হিসাবে উদযাপন করে।[৩] ভারতে ২৯ জুন প্রশান্ত চন্দ্র মহলানবীশ-এর জন্মদিনটি জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে পালন করা হয়।[৪] প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবসে ২০:১০(২০.১০.২০১০) যুক্তরাজ্যের রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি ‘গেটস্ট্যাটস্’ নামে পরিসংখ্যান বিষয়ের উপর সাক্ষরতা অভিযান চালু করে।[৫]

পরের বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ সালের ২০ অক্টোবর পালিত হবে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://unstats.un.org/unsd/wsd/docs/PaulCheungOnWSD.pdf
  2. "World Statistics Day"www.timeanddate.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩ 
  3. "United Nations Statistics Division" 
  4. ""Statistics Day" will be celebrated on 29th June, 2018" 
  5. http://www.getstats.org.uk
  6. "World Statistics Day | Statistics"statistics.unwto.org (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩ 

আরও দেখুন সম্পাদনা