আলাপ:৭ই মার্চ ১৯৭১: বেলা ২টায় রমনা রেসকোর্স মাঠে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৪ বছর পূর্বে "উইকিসোর্স" অনুচ্ছেদে

উইকিসোর্স

সম্পাদনা

ভাষণের মূল বক্তব্যটি উইকিসোর্সে যেতে পারে। এখানে পূর্ণ ভাষণটি রাখার কোনো দরকার দেখছি না। --রাগিব (আলাপ | অবদান) ১৩:১৩, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটির সিংহভাগ বিষয়বস্তু উইকিপিডিয়ার জন্য প্রযোজ্য নয়। এখানে বঙ্গবন্ধুর ভাষণ লেখা হয়েছে। ভাষণ যেহেতু হু-বহু লেখা। এটা পুরোপুর উইকিকোটের বিষয়, এবং সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, উইকিপিডিয়ায় থাকার মতো, এই ভাষণটির উল্লেখযোগ্যতা আছে, তবে তা হচ্ছে প্রেক্ষাপট, ফলাফল, ইত্যাদি নিয়ে। ভাষণের নিবন্ধের উইকিপিডিয়া কাঠামো কেমন হবে তার উদাহরণস্বরূপ আব্রাহাম লিঙ্কনের গ্যাটিসবার্গ ভাষণটি দেখুন। — তানভির আলাপ অবদান ১৩:১৬, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"৭ই মার্চ ১৯৭১: বেলা ২টায় রমনা রেসকোর্স মাঠে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ" পাতায় ফেরত যান।