আলাপ:সেলজুক রাজবংশ

সাম্প্রতিক মন্তব্য: 45.125.220.81 কর্তৃক ১ বছর পূর্বে

সেলজুকদের ইতিহাস 45.125.220.81 (আলাপ) ১৭:৫৭, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সেলজুকদের উৎপত্তি তুর্কমেনিস্তানের কিনিজ গোষ্ঠি থেকে। এ গোত্রটি তুর্কমেনিস্তানে অঘুজ নামে পরিচিত 23 টি উপজাতির সাথে মিলিত। ট্রান্স অক্সিয়ানার যে অঞ্চল বর্তমানে তুর্কমেনিস্তান নামে পরিচিত তা মঙ্গোলিয়ার মালভূমি থেকে শুরু করে পূর্বে উত্তর চীন, পশ্চিমে কাস্পিয়ান সাগর এবং উত্তরে সাইবেরিয়ান উপকূল থেকে নিয়ে ভারত উপমহাদেশ এবং ইরান পর্যন্ত বিস্তৃত ছিলো। এই অঞ্চলেই গুজ বা অঘুজ উপজাতি এবং তাদের অপরাপর উপজাতি বসবাস করতো। তারা এখানে তুর্কি নামে প্রসিদ্ধি লাভ করে। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এসে নিজেদের প্রকৃত জন্মভূমি চেড়ে বিশাল জনসংখ্যা সমতে এশিয়া মাইনরের দিকে হিজরত করেন।
এ অভিবাসি গোত্রগুলো পশ্চিম অভিমুখী হতে বাধ্য হয়ে আমিু দরিয়ার তীরবর্তী অঞ্চলেঅবস্থান করে। একসময়ে তারা তাবারিস্তান ও জুরজানে আবাস গড়ে তোলে। এর মধ্য দিয়ে তারা নাহাওয়ান্দ যুদ্ধ এবঙ 21 হিজরি মোতাবেক 641 খ্রিস্টাব্দে পারস্যের সাসানি সাম্রাজ্যের পতন-পরবর্তী সময়ে মুসলমানদের বিজিত ভূখন্ডের নিকটবর্তী এলাকায় বসবাস শুরু করে।
সেলজুকদেরকে তাদের দাদা সেলজুক ইবনু দুকাকের বংশধর বলা হয়। তার পিতাও রাজা বেগোর সেবায় নিয়োজিত ছিলেন। ঐতিহাসিক সূত্রানুযায়ী এ সময়ে তার মধ্যে উন্নতি-অগ্রগতি এবং নেতৃত্বের সকল লক্ষণ সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছিল। এমনকি তার প্রতি লোকদের অকৃত্রিম ভালোবাসা এবং নিষ্ঠাপূর্ণ আনুগত্য দেখে রানি স্বামীল ক্ষমতার ব্যাপারে সঙ্কিত হয়ে পড়েছিলেন। এ শঙ্কা তাকে স্বামী হত্যায় প্ররোচিতও করেছিল। এসব বুঝতে পেরে সেলজুক নিজ অনুসারীদের নিয়ে ইসলামি ভূখন্ড অভিমুখে যাত্রা করেন এবং শিবির স্থান করেন। সেখানে সেলজুক ইসলাম ধর্ম গ্রহণের ঘোষনা দেন এবং পৌত্তলিক তুর্কিদের উপর আক্রম শুরু করেন। ইতিহাসে সেলজুক ইবনে দুকাকের বংশধররাই সেলজুক নামে পরিচিত। 45.125.220.81 (আলাপ) ১৮:৩৯, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"সেলজুক রাজবংশ" পাতায় ফেরত যান।